আনসার ভিডিপি কাজ কি - আনসার ভিডিপি রেঞ্জ কয়টি
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আনসার বাহিনীর অবদান ছিল অপরিসীম। অনেকের মনে প্রশ্ন আনসার ভিডিপি কাজ কি এবং আনসার ভিডিপি রেঞ্জ কয়টি। এমন প্রশ্ন থাকা অস্বাভাবিক না কারণ এই বাহিনীর কার্যক্রম সাধারণ মানুষের চোখে অন্যান্য বাহিনীর মত হাইলাইটস হয় না।
আজকে আমার এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি আনসার ভিডিপি এর কাজ কি সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। এজন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল
ভূমিকা
আনসার ভিডিপি গঠনের সাংবিধানিক ধারা ১৫২ । মুক্তিযুদ্ধে অবদানের জন্য আনসার ভিডিপি বাহিনী থেকে তিনজন খেতাবপ্রাপ্ত সদস্য রয়েছেন। বর্তমানে মোট ৩৮ টি ব্যাটেলিয়ান রয়েছে এই বাহিনীতে। আজকে আমরা জানবো আনসার ভিডিপি কাজ কি এছাড়াও আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। তবে দেরি কেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
আনসার এর পূর্ণরূপ কি
আনসার অথবা আনসার বাহিনী অথবা আনসার ভিডিপি সবগুলা একই। একেক জন একেক ভাবে বলে থাকে কিন্তু সবগুলা এক বাহিনীতেই বুঝায়। আনসার ভিডিপি কাজ কি এ সম্পর্কে অনেকে জানতে চান কিন্তু তার আগে আপনার জানা প্রয়োজন আনসার এর পূর্ণরূপ কি।
আনসার এর পূর্ণরূপ আনসার বাহিনী। বাংলাদেশ এই বাহিনীকে আনসার ও ভিডিপি বলা হয়ে থাকে। ভিডিপি এর পূর্ণরূপ হল ভিলেজ ডিফেন্স পার্টি (village defence party)। আনসার ভিডিপি গঠন হয় বাংলাদেশ স্বাধীনতারও অনেক আগে।১২ ই ফেব্রুয়ারি ১৯৪৮ সালে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী গঠন করা হয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ মুক্তিযুদ্ধে অনেক ভূমিকা পালন করেছিলেন।১৯৭১ সালের সেই মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ৬৭০ জন সদস্য শহীদ হয়েছিলেন। আনসার ভিডিপি কাজ কি সে সম্পর্কে আমরা একটু পরে জানব।
আনসার এর স্লোগান কি
আনসার ভিডিপি বাহিরে বাংলাদেশের একটি অর্থ সামরিক বাহিনী। সাধারণ মানুষের বন্ধু হিসাবে আনসার বাহিনী বাংলাদেশে পরিচিত। সব সময় মানুষের বিপদে আপদে পাশে থাকার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আনসার ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনারা অনেকেই মনে করে থাকেন আনসার ভিডিপি কাজ কি।
এই বাহিনী সবার কাছে অতটা পরিচিত না হলেও দেশের গুরুত্বপূর্ণ অনেক কাজ এই বাহিনী করে থাকেন। আনসার বাহিনীর একটি স্লোগান রয়েছে স্লোগানটি হলো: শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র আমরা। একটু পরেই আমরা আনসার ভিডিপি কাজ কি সে সম্পর্কে বিস্তারিত জানবো।
আনসার ভিডিপি কাজ কি
আপনি অনেক অপেক্ষা করেছেন আনসার ভিডিপি কাজ কি এটি জানার জন্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী এই বাহিনীর প্রধান কাজগুলি হলো প্রধান কাজ গুলি হল:
- আইন-শৃঙ্খলা রক্ষা: আনসার ভিডিপি বাহিনী স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। তারা পুলিশের সাথে মিলে বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণ করে।
- অভ্যন্তরীণ নিরাপত্তা: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য তারা প্রয়োজনীয় কাজ করে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত এলাকায় শান্তি বজায় রাখতে সাহায্য করে।
- বিপদকালীন সহায়তা: প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিপদকালীন পরিস্থিতিতে আনসার ভিডিপি জনগণকে সহায়তা প্রদান করে। তারা ত্রাণ বিতরণ, উদ্ধার কাজ এবং পুনর্বাসনে অংশগ্রহণ করে।উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ: আনসার ভিডিপি বিভিন্ন সরকারী ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। যেমন- শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবা, এবং পরিবেশ সংরক্ষণ ইত্যাদি।
- প্রশিক্ষণ: আনসার ভিডিপি তাদের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে এবং সুরক্ষা কাজে সক্ষম করে।
- গ্রামীণ অর্থনীতিতে সহায়তা: তারা গ্রামীণ জনগণের আয়বর্ধনমূলক কাজের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, যেমন কৃষি, মৎস্য, হাঁস-মুরগি পালন ইত্যাদি।
এছাড়াও আনসার ভিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল কোড পর্যন্ত পরিচালনা করে থাকেন। আশা করি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন আনসার ভিটিভি কাজ কি এখন হয়তো আপনার মনে প্রশ্ন আনসার ভিডিপি রেঞ্জ কয়টি? সে সম্পর্কে আমরা একটু পরে জানব।
আনসার ভিডিপি রেঞ্জ কয়টি
আনসার ভিডিপি বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের একটি সামরিক বাহিনী। বাংলাদেশের অন্যান্য বাহিনীর মতো এই বাহিনীর ও রেঞ্জ রয়েছে। আনসার ভিডিপি রেঞ্জ কয়টি সে সম্পর্কে আপনার মনে প্রশ্ন আসুন জেনে নেই আনসার ভিডিপি রেঞ্জ কয়টি আনসার ভিটিভি বাহিনীকে বিভিন্ন স্তরে স্তরে সংগঠিত করা হয়েছে যার মধ্যে তাদের কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশকে ২ টি রেঞ্জে ভাগ করা হয়েছে।
- বিভাগীয় রেঞ্জ: বাংলাদেশে আটটি বিভাগে একটি একটি করে আর টিভি ভাগ মিলিয়ে সর্বমোট আটটি রেঞ্জ রয়েছে।
- আঞ্চলিক রেঞ্জ: বিভাগীয় রেঞ্জের অধীনে আরো ছোট ছোট আঞ্চলিক রেঞ্জ রয়েছে যা জেলার ভিত্তিতে ভাগ করা হয়।
এই রেঞ্জগুলির মাধ্যমে আনসার ভিডিপি বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে সাথে প্রশিক্ষণ ও আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। একটু আগেই আমরা আনসার ভিডিপি কাজ কি সে সম্পর্কে জেনেছি এখন জানলাম আনসার ভিডিপি রেঞ্জ কয়টি।
যদি শাখার কথা বলি তাহলে আনসার বাহিনীর মোট তিনটি শাখা রয়েছে।
- জেনারেল আনসার ।
- ব্যাটেলিয়ান আনসার ।
- গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)
বাংলাদেশে বর্তমানে আনসার বাহিনীর সংখ্যা প্রায় ৬১ লাখের মতো যার প্রায় অর্ধেকই মেয়ে। আপনি নিশ্চয়ই জেনে গেছেন আনসার ভিডিপি রেঞ্জ কয়টি আমি আরো জানিয়েছি আনসার ভিডিপি কাজ কি
আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক এর পদোন্নতি
আমরা আগে জেনেছি আনসার ভিডিপি কাজ কি? এখন আমরা জানবো আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষণের পদোন্নতি সম্পর্কে।আনসার ভিডিপি বাহিনীতে একজন উপজেলা প্রশিক্ষক হিসেবে কর্মরত সদস্যের পদোন্নতির প্রক্রিয়া সাধারণত তাদের অভিজ্ঞতা, দক্ষতা, প্রশিক্ষণ, এবং কর্মক্ষমতার ওপর নির্ভর করে। পদোন্নতি পেতে হলে বেশ কিছু ধাপ পার হতে হয়। পদোন্নতির কিছু সাধারণ দিক হলো:
- দক্ষতা এবং প্রশিক্ষণ: একজন উপজেলা প্রশিক্ষককে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হয় এবং নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়। বিশেষ করে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণগুলো তাদের পদোন্নতির জন্য গুরুত্বপূর্ণ।
- অভিজ্ঞতা: কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা এবং কার্যক্রমে সাফল্যজনক অংশগ্রহণ পদোন্নতির জন্য সহায়ক হতে পারে। তাদের কার্যক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা মূল্যায়ন করা হয়।
- পারফরমেন্স মূল্যায়ন: প্রাতিষ্ঠানিকভাবে তাদের কর্মক্ষমতা, দায়িত্বশীলতা, এবং দায়িত্ব পালন করার দক্ষতা পর্যালোচনা করা হয়। এটি পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাছাই এবং পরীক্ষা: পদোন্নতির জন্য বিভিন্ন সময় বাছাই প্রক্রিয়া ও পরীক্ষার আয়োজন করা হয়, যা উত্তীর্ণ হলে তারা পরবর্তী উচ্চতর পদে নিয়োগ পেতে পারেন।
- শূন্য পদ: পদোন্নতির জন্য উচ্চতর পদে শূন্যতা থাকা প্রয়োজন। শূন্য পদ থাকলে এবং অন্যান্য শর্তাবলী পূরণ করলে, তারা পদোন্নতি পেতে পারেন।
- আচরণ ও শৃঙ্খলা: তাদের আচরণ, শৃঙ্খলা, এবং সেবা নীতিমালা মেনে চলার বিষয়গুলোও পদোন্নতির ক্ষেত্রে বিবেচিত হয়।
- সিনিয়রিটি: চাকরির মেয়াদ ও অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন উপজেলা প্রশিক্ষক পদে দীর্ঘমেয়াদে কাজ করার পর পদোন্নতির যোগ্যতা অর্জন করেন।
- বাহিনীর চাহিদা: বাহিনীর কার্যক্রম ও প্রয়োজনীয়তার ভিত্তিতে পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়।
- লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে: কখনও কখনও পদোন্নতির জন্য লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে।
- উচ্চপদস্থ কর্মকর্তাদের সুপারিশ: পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই পদোন্নতির প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং আনসার ভিডিপি বাহিনীর অভ্যন্তরীণ নিয়মাবলী অনুযায়ী সম্পন্ন হয়। আনসার ভিডিপি রেঞ্জ কয়টি এবং আনসার ভিডিপি কাজ কি উভয় সম্পর্কে আমাদের জানা হয়ে গেলো।
আরো পড়ুনঃক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া
আনসার ভিডিপি সদর দপ্তর কোথায়
আনসার ভিডিপি কাজ কি সেটি আমাদের জানা হয়ে গেছে এখন আমরা জানবো আনসার ভিডিপি সদর দপ্তর কোথায় অবস্থিত।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তর ঢাকা শহরে অবস্থিত। এটি খিলগাঁও, ঢাকায় অবস্থিত। এই সদর দপ্তর থেকে বাহিনীর সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক বেতন কত
আনসার ভিডিপি কাজ কি? তাদের কাজ মূলত দেশের অভ্যন্তরী নিরাপত্তা নিশ্চিত করা। অনেকের মনে প্রশ্ন আনসার ভিডিপি উপজেলা প্রশাসক বেতন কত? আসুন সে সম্পর্কে জেনে নিন।আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষকের বেতন সাধারণত বাংলাদেশ সরকারের নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করা হয়।
বর্তমান বেতন কাঠামো অনুযায়ী (বাংলাদেশ সরকারি বেতন স্কেল ২০১৫ অনুযায়ী):
- উপজেলা প্রশিক্ষকের বেতন স্কেল সাধারণত ১১তম গ্রেডে পড়ে, যেখানে বেতনমান ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকার মধ্যে থাকে।
বেতন স্কেল (8ম জাতীয় বেতন স্কেল অনুযায়ী):
- গ্রেড-১৪: 9,300 - 22,490 টাকা
- গ্রেড-১৫: 9,700 - 23,490 টাকা
এই বেতন কাঠামোর মধ্যে বেসিক বেতনের সঙ্গে অন্যান্য ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এবং অন্যান্য সুবিধা যোগ হয়। ফলে মোট বেতন আরও বাড়তে পারে,তবে সময়ের সাথে সরকারি বেতন স্কেলে পরিবর্তন হতে পারে,
আরো পড়ুনঃকিডনি রোগ থেকে মুক্তির দোয়া
তাই সঠিক তথ্যের জন্য সরকারি নোটিশ বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা উচিত। আনসার ভিডিপি কাজ কি এবং আনসার ভিডিপি রেঞ্জ কয়টি ও কি কি এখন আপনি এ সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানাইতে পারবেন।
শেষ কথা
জ্ঞানীরা বলেছেন কোন কাজকেই ছোট করে দেখা কিংবা ভাবা ঠিক না। যদিও আনসার বিটিভি বেতন অন্যান্য বাহিনীর তুলনায় কম এবং সুযোগ-সুবিধাও কম তারপরেও এই বাহিনী সবসময়ই দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে কাজ করে থাকে এজন্য আমাদের উচিত এই বাহিনীকে যথাযথ সম্মান প্রদর্শন করা।
আমার এই আর্টিকেলটি পড়ে যদি আপনি অল্প কিছু হলেও জ্ঞানলাভ করতে পারেন এবং আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ দিন। এরকম অথেন্টিক ভাবে জানতে চাইলে নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url