রাবার বুলেট লাগলে করনীয় কি - রাবার বুলেট কিভাবে কাজ করে
রাবারের তৈরি বুলেটকে রাবার বুলেট বলা হয়। আজকে আমরা জানবো রাবার বুলেট লাগলে করণীয় কি এবং রাবার বুলেট কিভাবে কাজ করে সে সম্পর্কে। এজন্য মনোযোগ সহকারে এই লেখা টি আপনাকে সম্পূর্ণ পড়তে হবে। আসুন বিস্তারিত জেনে নেই
রাবার বুলেটকে রাবার ব্যাটন রাউন্ড বলা হয়ে থাকে। এটি হলো এক ধরনের ব্যাটন রাউন্ড। এটির নাম রাবার বুলেট হলেও এটি সম্পূর্ণ রাবারের তৈরি নয়। উপরে রাবারের আবরণ দিয়ে ঢাকা থাকলেও ভিতরে রয়েছে একটি ধাতব কোর।
রাবার বুলেট মূলত রাবারের তৈরি একটি বুলেট কিন্তু এতে শুধুমাত্র রাবার ছাড়াও প্লাস্টিক মম ও কাঠ রয়েছে। রাবার বুলেট প্রচন্ড গতিতে ছোড়া হয় বলে শরীরে লাগলে এর আঘাত প্রচন্ড অনুভূত হয়। রাবার বুলেট মানুষের শরীরে লাগার পরে সেখানে প্রচন্ড ব্যথা হয় সাথে অনেক রক্তক্ষরণ হয়ে থাকে।
রাবার বুলেটের কারণে প্রাণী কিংবা মানুষের মৃত্যু হতে পারে তবে সমীকরণের দেখা যায় মৃত্যুর পরিমাণ অনেক কম। নিচের লেখাটি পড়লে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন।
ভূমিকা
প্রত্যেক মানুষের জানা উচিত রাবার বুলেট লাগলে করণীয় কি। কারণ কখনো কোন সময়ে আপনি যদি রাবার বুলেটে আক্রান্ত হন কিংবা আপনার শরীরে আঘাত করে তাহলে আপনি নিজেকে কিভাবে সুস্থ করবেন।রাবার বুলেট লাগলে বিচলিত হওয়ার কিছু নেই অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজেকে ঠান্ডা রাখতে হবে।অনেক সময় মানুষের ভয়ের কারণে ছোট সমস্যা অনেক বড় আকার ধারণ করে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি রাবার বুলেট লাগলে করণীয় কি এবং রাবার বুলেট কিভাবে কাজ করে সেই সম্পর্কে।
রাবার বুলেট কি
রাবার বুলেট কি? রাবার বুলেট লাগলে করণীয় কি এ সম্পর্কে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। আর প্রশ্ন থাকাটা অস্বাভাবিক কিছু নয় কারণ রাবার বুলেট একটি ভয়ংকর অস্ত্র। যদিও রাবার বুলেট প্রাণনাশক নয় তারপরেও অনেক অনেক ক্ষেত্রে মৃত্যু হতে পারে।রাবার বুলেটকে রাবার ব্যাটন রাউন্ড বলা হয়ে থাকে। এটি হলো এক ধরনের ব্যাটন রাউন্ড। এটির নাম রাবার বুলেট হলেও এটি সম্পূর্ণ রাবারের তৈরি নয়। উপরে রাবারের আবরণ দিয়ে ঢাকা থাকলেও ভিতরে রয়েছে একটি ধাতব কোর।
ধাতবের মিশ্রণের মাধ্যমে রাবার বুলেট তৈরি করা হয় এবং তার উপরে রাবার দিয়ে আবরণ থাকে। এটি রাবারের তৈরি হওয়ায় তুলনামূলক ক্ষতি কম হয়। মূলত মানুষকে ভয় দেখানোর জন্যই রাবার বুলেট আগে ব্যবহৃত হতো। যেকোনো আন্দোলনকে দমানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ছুড়ে আন্দোলন দমানোর চেষ্টা করে থাকে।
একটি সমীকরণে দেখা যায় পুলিশের ছোঁড়া ৮০ পার্সেন্ট রাবার বুলেটে প্রধানত সিলিকা এবং বেরিয়াম সালফেট রয়েছে। যেখানে 20% রাবার তৈরি করে।রাবার বুলেট প্রাণনাশক না হওয়াই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। রাবার বুলেট লাগলে করনীয় কি সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব।
রাবার বুলেট লাগলে কি হয়
রাবার বুলেট লাগলে কি হয় এবং রাবার বুলেট লাগলে করণীয় কি এমন প্রশ্ন আমাদের অনেকের মনে। আসুন জেনে নেই। রাবার বুলেট মূলত রাবারের তৈরি একটি বুলেট যদিও রাবার বুলেট সম্পন্ন রাবারের তৈরি নয়। রাবার বুলেট যদি চোখে লাগে তাহলে চোখ যথেষ্ট পরিমাণ জখম এমনকি অন্ধ হয়েও যেতে পারে।একটি সমীকরণে দেখা যায় রাবার বলে চোখে লাগলে চোখ অন্ধ হওয়ার সম্ভাবনা ৮৩%। রাবার বুলেট প্লাস্টিক মম ও কাঠ থেকে তৈরি অন্যান্য অনুরূপ প্রজেক্ট টাইলের মতো, রাবার বুলেট গুলি স্বল্প পরিসরে অনুশীলন ও প্রাণী নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেক অংশে তবে মূলত বিক্ষোভ কিংবা দাঙ্গা নিয়ন্ত্রণেই এটির ব্যবহার সবচেয়ে বেশি।
রাবার বুলেট যদি শরীরে লাগে তাহলে শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে মূলত রাবার বুলেটের কারণে প্রচুর পরিমাণে রক্ত ক্ষয় হয় শরীর থেকে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত শরীরকে রাবার বুলেট থেকে দূরে রাখা।
সেনসিটিভ জায়গাগুলো ভালোভাবে আড়াল করতে হবে তার মধ্যে চোখসহ মুখমণ্ডল গুরুত্বপূর্ণ। রাবার বুলেট লাগলে করণীয় কি এ সম্পর্কে আমরা আরেকটু পরে আলোচনা করব।এক কথায় বলা যায় রাবার বুলেট বেশি ক্ষতিকর নয় মানব দেহের জন্য।
রাবার বুলেট লাগলে শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয় এবং জ্বালাপোড়া হয়। রাবার বুলেট লাগলে করণীয় কি অনেকের মনে এই প্রশ্ন রয়েছে,আমার এই কনটেন্টটি পড়লে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার করণীয় কি।
- রাবার বুলেট লাগলে শরীরের অনেক ক্ষত সৃষ্টি হয়। এবং পুরো শরীর ব্যথা করে। এখন জেনে নিন রাবার বুলেট লাগলে করনীয় কি।
- রাবার বুলেটের কারণে আঘাতের স্থানে ক্ষত তৈরি হলে প্রথমেই ক্ষতস্থান পরিষ্কার সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
- আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা কমানোর জন্য বরফ কিংবা ঠান্ডা পানি ১৫-২০ মিনিট দিতে হবে। যদিও সময়টা নির্ভর করতেছে আপনি কতটা স্বস্তিবোধ করতেছেন তার ওপর। প্রয়োজনে আরও অধিক সময় আপনি আঘাতপ্রাপ্ত স্থানে বরফ লাগিয়ে রাখতে পারেন।
- তাৎক্ষণিক সাধারণ চিকিৎসার জন্য কিছু মেডিসিন ব্যবহার করা যেতে পারে প্যারাসিটামল ন্যাপ্রোক্সেন ইত্যাদি খেতে হবে।
- ক্ষতস্থানে এন্টি সেপটিক হিসাবে প্রবিধান আয়োডিন সলিউশন ব্যবহার করবেন।
- যদি বেশি পরিমাণে রক্তপাত হয় তবে রক্তপাতের স্থানে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখবেন।
- এছাড়াও দৌড়োদৌড়ি না করে বিচলিত না হয়ে নিরাপদ স্থানে বিশ্রাম নিবেন।
রাবার বুলেট কিভাবে কাজ করে
রাবার বুলেট লাগলে করণীয় কি উপরে আমরা সে সম্পর্কে জেনেছি।রাবার বুলেট কিভাবে কাজ করে এখন এ সম্পর্কে আমরা জানবো।রাবার বুলেট মূলত রাবারের তৈরি একটি বুলেট কিন্তু এতে শুধুমাত্র রাবার ছাড়াও প্লাস্টিক মম ও কাঠ রয়েছে। রাবার বুলেট প্রচন্ড গতিতে ছোড়া হয় বলে শরীরে লাগলে এর আঘাত প্রচন্ড অনুভূত হয়। রাবার বুলেট মানুষের শরীরে লাগার পরে সেখানে প্রচন্ড ব্যথা হয় সাথে অনেক রক্তক্ষরণ হয়ে থাকে।
রাবার বুলেটগুলি ব্যবহার করার জন্য একটি ন্যূনতম নিরাপদ দূরত্ব রয়েছে, যার অর্থ হলো কাছাকাছি লক্ষ্যে এগুলো ব্যবহার করা লক্ষ্যবস্তুকে আহত বা হত্যা করতে পারে। উদাহরণস্বরূপ যদি একটি নয় মিমি পিস্তলের রাবার বুলেটের ন্যূনতম নিরাপদ দূরত্ব ১০ মিটার থাকে এবং আপনি ১২ মিটারে কাউকে বুকে গুলি করেন তারা অবশ্যই জানবে যে কেউ তাদের গুলি করেছে এবং একটি বেদনাদায়ক ক্ষত হবে। তবে আপনি যদি একই সেটআপ ব্যবহার করেন লক্ষ্যমাত্রা ছিল ৫ মিটার রাবার বুলেটটি শরীরে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা অন্তত হাড় ভেঙে যেতে পারে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url