কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে - অল্প সময়ে ব্রয়লার মুরগি বড় করার নিয়ম
আপনারা অনেকেই শখের বসে আবার অনেকেই জীবিকা নির্বাহের জন্য মুরগি পালন করে থাকেন।
এজন্য আপনাদের মনে প্রশ্ন, কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে এবং অল্প সময়ে বয়লার
মুরগি বড় করার নিয়ম ইত্যাদি। আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি মুরগির
বিষয়ে সকল কিছু জানতে পারবেন।
মুরগি পালন করতে গেলে মুরগি পালনের সকল নিয়ম-কানুন,খাদ্য তালিকা এবং মুরগির ঔষধ সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে।
>
মুরগি পালন করতে গেলে মুরগি পালনের সকল নিয়ম-কানুন,খাদ্য তালিকা এবং মুরগির ঔষধ সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে।
আরো পড়ুনঃপেয়ারা গাছের কীটনাশক
ভূমিকা
মুরগি পালন বর্তমানে অনেক লাভজনক পেশা হয়ে দাঁড়িয়েছে। মুরগি পালনের মাধ্যমে অনেক অসচ্ছল পরিবার সচ্ছল হয়েছেন। অল্প পুজিতে মুরগির ফার্ম তৈরি করে মুরগি পালন করা যায় বলে এটি অনেকের পছন্দের তালিকার উপর দিকে উঠে এসেছে। তবে আপনাকে অবশ্যই জানতে হবে কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে এবং মুরগি বিষয়ে যাবতীয় সকল তথ্য। আমি আজকে আপনাদের এই সম্পর্কে ধারণা দিব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট
কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন।আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা সব সময় ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির বিষয়ে সব সময় চিন্তা করে থাকেন। আজকে আমি ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির একটি চাট আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক।বয়স | ওজন | দৈহিক ওজন বৃদ্ধি |
---|---|---|
১ দিন | ৫৬ গ্রাম | ১৩ গ্রাম |
২ দিন | ৭২ গ্রাম | ১৭ গ্রাম |
৩ দিন | ৮৯ গ্রাম | ২১ গ্রাম |
৪ দিন | ১০৯ গ্রাম | ২৩ গ্রাম |
৫ দিন | ১৩১ গ্রাম | ২৭ গ্রাম |
৬ দিন | ১৫৭ গ্রাম | ৩১ গ্রাম |
৭ দিন | ১৮৫ গ্রাম | ৩৫ গ্রাম |
৮ দিন | ২১৫ গ্রাম | ৩৯ গ্রাম |
৯ দিন | ২৪৭ গ্রাম | ৪৪ গ্রাম |
১০ দিন | ২৮৩ গ্রাম | ৪৮ গ্রাম |
১১ দিন | ৩২১ গ্রাম | ৫৪ গ্রাম |
১২ দিন | ৩৬৪ গ্রাম | ৫৮ গ্রাম |
১৩ দিন | ৪১২ গ্রাম | ৬৪ গ্রাম |
১৪ দিন | ৪৬৫ গ্রাম | ৭৫ গ্রাম |
১৫ দিন | ৫২৪ গ্রাম | ৮১ গ্রাম |
১৬ দিন | ৫৮৬ গ্রাম | ৮৭ গ্রাম |
১৭ দিন | ৬৯১ গ্রাম | ৯৩ গ্রাম |
১৮ দিন | ৭১৯ গ্রাম | ৯৮ গ্রাম |
১৯ দিন | ৭৯০ গ্রাম | ১০৫ গ্রাম |
২০ দিন | ৮৬৫ গ্রাম | ১১১ গ্রাম |
২১ দিন | ৯৮৩ গ্রাম | ১১৭ গ্রাম |
২২ দিন | ১০২৩ গ্রাম | ১২৩ গ্রাম |
২৩ দিন | ১১০৪ গ্রাম | ১৩০ গ্রাম |
২৪ দিন | ১১৮৬ গ্রাম | ১৩৪ গ্রাম |
২৫ দিন | ১২৬৯ গ্রাম | ১৪১ গ্রাম |
২৬ দিন | ১৩৫৩ গ্রাম | ১৪৮ গ্রাম |
২৭ দিন | ১৪৩৮ গ্রাম | ১৫২ গ্রাম |
২৮ দিন | ১৫২৮ গ্রাম | ১৫৮ গ্রাম |
২৯ দিন | ১৬১৩ গ্রাম | ১৬৩ গ্রাম |
৩০ দিন | ১৭০৫ গ্রাম | ১৬৯ গ্রাম |
ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা
মুরগিকে টিকা দেওয়ার পূর্বে আপনার মুরগির সামগ্রী স্বাস্থ্য পরীক্ষা করুন। ব্রয়লার মুরগি পালন করতে গেলে আপনাকে অবশ্যই ব্রয়লার মুরগির ভ্যাকসিন সম্পর্কেজানতে হবে।আরো পড়ুনঃচালতার চাটনি উপাদান
অনেকেই কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে এবং অল্প সময়ে ব্রয়লার মুরগি বড়
হওয়ার নিয়ম সম্পর্কে জানতে চাই। তবে এগুলার সাথে সাথে ব্রয়লার মুরগির ভ্যাকসিন
সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা জরুরী। নিচে ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা
উল্লেখ উল্লেখ করা হলো:
আপনাদের অনেকের ধারণা মুরগিকে মোটা করার জন্য অধিক পরিমাণে খাওয়াতে হবে। এজন্য অনেকেই মুরগির খাদ্যের পাশাপাশি বাড়তি খাবার খাওয়ায় থাকেন তবে এটি মোটেও ঠিক না। মুরগির খাদ্যের মধ্যে মুরগির জন্য প্রয়োজনীয় সকল উপাদান দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এক্সট্রা কোন কিছু খাওয়াতে গেলে সেটি হিতে বিপরীত হতে পারে।
বয়স (দিন) | ভ্যাকসিনের নাম | ডোজ | প্রয়োগের মাধ্যম |
---|---|---|---|
১ | মারেক্স | ০.২ সিসি | চামড়ার নিচে |
৪ | গামবোরো + রাণীক্ষেত (কিল্ড) | হাফ ডোজ(০.২৫সিসি) | চামড়ার নিচে |
৬ | ইনফেকশাস ব্রংকাইটিস+ রাণীক্ষেত (লাইভ) | ১ ড্রপ | চোখে |
১০ | গামবোরো (লাইভ) | ১ ড্রপ | চোখে |
১৫ | মারেক্স | ০.২ সিসি | চামড়ার নিচে |
১৭ | গামবোরো (লাইভ) | ১ ড্রপ | চোখে |
২১-২৪ | রাণীক্ষেত (লাইভ) | ১ ড্রপ | চোখে |
৩৫ | ফাউল পক্স | ১ ডোজ | পাখার চামড়ার নিচে |
৫৮-৬০ | ইনফেকশাস ব্রংকাইটিস + রাণীক্ষেত (লাইভ) | ১০০০ ডোজ ৫০ লিটার পানিতে | পানির সাথে |
১০৫ | ইনফেকশাস ব্রংকাইটিস +রাণীক্ষেত (লাইভ) | ১০০০ ডোজ ৫০ লিটার পানিতে | পানির সাথে |
১১০ | ইনফেকশাস ব্রংকাইটিস +রাণীক্ষেত (লাইভ | ০.৩ মিলি | চামড়ার নিচে |
প্রতি ২ মাস পর পর | রাণীক্ষেত (লাইভ) (এনডি ক্লোন-৩০) | ১০০০ ডোজ ৫০ লিটার পানিতে | পানির সাথে |
কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে
মুরগির ওজন বাড়ানোর জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে তার খাদ্য তালিকার উপর। খাদ্য তালিকায় যদি প্রয়োজনীয় পরিমাণ পুষ্টিগুণ না থাকে তাহলে মুরগির ওজন বাড়বে না। অনেকের মনে এই প্রশ্ন থাকে কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে তাদের জন্য নিচে আলোচনা করা হলো।- আপনাকে খামার পরিষ্কার রাখতে হবে এতে বয়লারের ওজন বাড়বে।কথাটি একটু আশ্চর্যজনক মনে হলেও এটাই সঠিক।
- খামার পরিষ্কার থাকলে রোগের প্রকোপ কম থাকে এতে করে মুরগির দৈহিক বৃদ্ধি সাধিত হয়।
- মুরগির খামারে বাচ্চা আসার ৪৫ মিনিট পূর্বে চিক গার্ডের ভেতরে প্রো বায়োটিক স্প্রে দ্রুত ছড়িয়ে দিতে হবে।
- বাচ্চা ব্রুডারে ছাড়ার ৩০ মিনিট আগে পানির রিকার দিয়ে দিতে হবে।
আরো পড়ুনঃপেয়ারা গাছের ব্যবস্থাপনা
কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে এমন প্রশ্নের উত্তরে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে
হবে, খাবারে যেন কোন ভাবেই পুষ্টিগুণ কম না হয় এবং নোংরা খাবার কোনভাবেই যেন
মুরগি খেতে না পারে।
ব্রয়লার মোটা করার উপায়
আপনারা যারা মুরগির ব্যবসা করেন আপনাদের অবশ্যই মুরগির ওজন সঠিক সময়ে সঠিক ওজন নিয়ে আসার চেষ্টা করে থাকেন। উপরে আপনারা জেনেছেন কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে , এখন আমি আপনাদের জানাবো ব্রয়লার মোটা করার উপায়।আপনাদের অনেকের ধারণা মুরগিকে মোটা করার জন্য অধিক পরিমাণে খাওয়াতে হবে। এজন্য অনেকেই মুরগির খাদ্যের পাশাপাশি বাড়তি খাবার খাওয়ায় থাকেন তবে এটি মোটেও ঠিক না। মুরগির খাদ্যের মধ্যে মুরগির জন্য প্রয়োজনীয় সকল উপাদান দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এক্সট্রা কোন কিছু খাওয়াতে গেলে সেটি হিতে বিপরীত হতে পারে।
আরো পড়ুনঃঘরের ভিতরে পেয়ারা চাষ
মুরগি সুস্থ আছে কিনা আপনার নজর থাকবে সব সময় সেই দিকেই।তারপরেও যদি আপনি
মুরগিকে এক্সট্রা মোটা করতে চান তাহলে জিং ক খাওয়াতে পারেন। এতে মুরগির পা
মোটা হয় এবং মুরগির ওজন বেড়ে যায়।
অল্প সময়ে ব্রয়লার মুরগি বড় করার নিয়ম
কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে অনেকের প্রশ্ন অল্প সময়ে ব্রয়লার মুরগি বড় করার নিয়ম কি ? আসুন আমি আপনাকে পরিষ্কার একটি ধারনা দিই- খামারে ব্রয়লার পালনের জন্য একদিনের বাচ্চার বয়স ৩৬ গ্রাম হতে হবে।
- বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। ব্রয়লার খামারে যাতে সবসময় আলো ও বায়ু প্রবেশ ও চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে।
- ১৫ দিন বয়সের মধ্যে মুরগির গ্রেডিং শেষ করতে হবে।
- ১৮ দিন বয়সে গ্রোথ আসার জন্য গুড়ের পানি খাওয়াতে হবে।
- বিশ দিন অতিবাহিত হলে মুরগি ফ্লাসিং করতে হবে।
- ২৫ দিন পর হইতে মাদী ও ছোট মুরগি বিক্রি করতে হবে।
- খামারের মুরগিগুলোকে যথা সময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে।
- যে কোন ঔষধ ব্যবহার কালে সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে।
আরো পড়ুনঃকি খাবার খেলে ওজন বাড়ে?
এগুলো যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আশা করছি
আপনি অল্প সময়ে ব্রয়লার মুরগি বড় করতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url