সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া - ক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া

আজকাল এমন কোন মানুষ নেই যাদের শরীরের কোন রোগ নেই। আপনার আমার সকলের কোন না কোন রোগ রয়েছে। আজকে আমরা জানবো সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া এবং ক্যান্সার থেকে মুক্তির দোয়া। এজন্য আমার এই আর্টিকেলটি আপনার মনোযোগ সহকারে পড়া অত্যন্ত জরুরি।
সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া

আমরা প্রতিনিয়ত বিভিন্ন রোগের সমাধানের জন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি কিন্তু ডাক্তার কোন রোগের সমাধান দিতে পারেনা সমাধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। আমার আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পারবেন সর্বপ্রকার রোগ মুক্তির দোয়া সম্পর্কে।

ভূমিকা

ডাক্তারের শরণাপন্ন ছাড়াও অনেক জটিল এবং কঠিন রোগ থেকে নিস্তার পাওয়া যায়।মহান রাব্বুল আলামিন তাঁর প্রিয় বান্দাদের জন্য কিছু দোয়া পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাদীসেও অনেক দোয়া তার উম্মতদের শিখিয়ে দিয়েছেন চলুন দেরি না করে জেনে নিন সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া সম্পর্কে।

কিডনি রোগ থেকে মুক্তির দোয়া

কিডনি রোগ মানব দেহের জন্য একটি জটিল ও কঠিন রোগ। অনেকেই সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া সম্পর্কে জানতে চান। কিডনি রোগ এবং পিতৃ থলিতে পাথর হলে একটি আমলি যথেষ্ট। যেটি আমল করলে আপনি চিরতরে সুস্থ থাকবেন ইনশাল্লাহ।

আজকাল কিডনি সমস্যা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি নিয়মিত আমল করেন তাহলে মৃত্যু পর্যন্ত কিডনি রোগে আক্রান্ত হবেন না, ইনশাআল্লাহ। অনেক সময় খাদ্যের ভুলের কারণে কিডনির সমস্যা হয়ে থাকে

এজন্য খাদ্যের প্রতিও লক্ষ্য রাখতে হবে। অনেকেই কিডনি রোগ থেকে বাঁচার জন্য অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তবে কোন সমাধান পান নাই তারা আপনারা নিম্নোক্ত বর্ণনা অনুযায়ী আমল করলে ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবেন।

এক গ্লাস পানির মধ্যে কিংবা এক বোতল পানিতে সূরা ফাতিহা সাতবার এবং দরুদ শরীফ সাতবার এবং এই দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিবেন এবং দিনে দুই থেকে তিনবার ওই পানি পান করবেন।

দোয়াটি হল : সুবহানাল্লাহি আজিম ওয়া বিহামদিহি

মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই দোয়াটি পাঠ করলে কিডনি রোগ থেকে সমাধান পেয়ে যাবেন। আরেকটু পরে আমরা সকল প্রকার রোগ থেকে মুক্তির দোয়া সম্পর্কে জানবো।


এছাড়াও আরেকটি দোয়া রয়েছে যেটি তেলাওয়াতের মাধ্যমে আপনি কিডনি রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন।

দোয়া:"আল্লাহুম্মা রব্বিন-নাস, আযহিবিল-বা’স, ইশফি, আনতাশ-শাফি, লা শিফা-উইল্লা শিফাউক, শিফা-উন লা ইউঘাদিরু সাক্বামা।"

বাংলা অর্থ:“হে মানবজাতির পালনকর্তা আল্লাহ, তুমি কষ্ট দূর করে দাও, আরোগ্য দাও, তুমি তো আরোগ্যদাতা। তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দাও যাতে কোনো ব্যাধি অবশিষ্ট না থাকে।”

ক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া

ক্যান্সার একটি ভয়াবহ রোগ। প্রতিবছর বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেন। অনেকে ই ক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া সহ সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া সম্পর্কে জানতে চান। অনেকেই বলে থাকেন ক্যান্সার হলে মৃত্যু অবধারিত কথাটি সঠিক নয়।
ক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া

মহান আল্লাহ তায়ালা যেমন মানুষের রোগ দিয়েছেন তেমনি রোগমুক্তির পথও দিয়েছেন। কোরআন এবং হাদিসে রোগ মুক্তির অনেক দোয়া এবং আয়াত রয়েছে। মহান আল্লাহ চাইলে নিচের দোয়াটি পাঠের মাধ্যমে সুস্থতা দান করতে পারেন। প্রথম দোয়াটি হল
 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস্বি অলজুনূনি অলজুযা-মি অমিন সাইয়্যিইল আসক্কা-ম।
অর্থঃ হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধব্বল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (আঃ দাঃ ২/৯৩ সঃ তিঃ ৩/১৮৪, সঃ নাঃ ৩/১১ ১৬)।

দ্বিতীয় দোয়াটি হল
 
উচ্চারণ:আল্লাহুম্মা ইন্নি আউজবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামী ওমিন সাইয়েয়িল আসকাম ।

অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধব্বল, উন্মাদ,কুষ্ঠ রোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।


ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে বাঁচার জন্য আপনাকে খাদ্য তালিকায় ও বেশ কিছু পরিবর্তন আনতে হবে। এজন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে বিষয়গুলো জেনে নিতে হবে।

গোপন রোগ থেকে মুক্তির দোয়া

অসুস্থতার মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন। সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া আমাদের সকলের জানা উচিত। সুস্থতা আল্লাহর নেয়ামত আর অসুস্থতার মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নিয়ে থাকেন এজন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করা জরুরী।
মহান আল্লাহ যেহেতু রোগ দিয়েছেন উনিই আপনার আমার সুস্থতা দান করবেন। কোরআনে মহান আল্লাহ অনেক জায়গায় রোগ মুক্তির দোয়া আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে গোপন রোগ থেকে মুক্তির দোয়া এবং সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া জেনে নেই। মহান আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেন- 

وَ یَشۡفِ صُدُوۡرَ قَوۡمٍ مُّؤۡمِنِیۡنَ

উচ্চারণ : ওয়া ইয়াশফি ছুদূর কাওমিমমুউমিনিন।

অর্থ : আল্লাহ, তুমি মুমিনদের অন্তরকে রোগমুক্ত করে দাও। (সুরা : আত তাওবা : ১৪)

দ্বিতীয় দোয়াটি হল দোয়া: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শিফা’আন, লা ইউঘাদিরু সাক্বামা।"

বাংলা অর্থ:“হে আল্লাহ, আমি তোমার কাছে এমন আরোগ্য প্রার্থনা করি যা কোনো ব্যাধি অবশিষ্ট রাখে না।”

হাদিসে বর্ণিত আছে-
উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান-নাসি মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আনতা শিফায়ান- লা ইয়ুগাদিরু সাকামা।

অর্থ : হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী; আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে।

তৃতীয় দোয়াটি হল-
দোয়া: "আল্লাহুম্মা রব্বিন-নাস, আযহিবিল-বা’স, ইশফি, আনতাশ-শাফি, লা শিফা-উইল্লা শিফাউক, শিফা-উন লা ইউঘাদিরু সাক্বামা।"

বাংলা অর্থ:“হে মানবজাতির পালনকর্তা আল্লাহ, তুমি কষ্ট দূর করে দাও, আরোগ্য দাও, তুমি তো আরোগ্যদাতা। তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দাও যাতে কোনো ব্যাধি অবশিষ্ট না থাকে।”


এই দোয়াগুলো পড়ার পাশাপাশি, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, কোরআন তিলাওয়াত করা, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা গোপন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সহায়ক হতে পারে

মানসিক রোগ থেকে মুক্তির দোয়া

মানসিক রোগ আসলে সব থেকে বড় সমস্যা। মানসিক রোগের কারণে অনেক ছোট সমস্যাও বড় আকার ধারণ করে। দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবন অসহ্য করে তোলে। আস্তে আস্তে তার সময় নষ্ট করে দেয়। অনেক ডাক্তারের শরণাপন্ন হলেও মানসিক রোগ থেকে মুক্তি পেতে অনেক সময় লেগে যায় তারপরও অনেকেই মানসিক রোগ থেকে সম্পন্ন সুস্থ হতে পারেনা।

আজকে আমরা জানবো মানসিক রোগ থেকে মুক্তির দোয়া এবং সর্ব প্রকার রোগ থেকে মুক্তির দোয়া সম্পর্কে। মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাদিসে বেশ কয়টি দিকনির্দেশনা দিয়েছেন। সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া আমরা একটু পরেই জানতে পারবো। মানসিক রোগ থেকে মুক্তির দোয়া নিচে উল্লেখ করা হলো

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ، وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে।


আরেকটি দোয়া:"আল্লাহুম্মা রব্বিন-নাস, আযহিবিল-বা’স, ইশফি, আনতাশ-শাফি, লা শিফা-উইল্লা শিফাউক, শিফা-উন লা ইউঘাদিরু সাক্বামা।"

বাংলা অর্থ:“হে মানবজাতির পালনকর্তা আল্লাহ, তুমি কষ্ট দূর করে দাও, আরোগ্য দাও, তুমি তো আরোগ্য দাতা। তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দাও যাতে কোনো ব্যাধি অবশিষ্ট না থাকে।”
মানসিক রোগ থেকে মুক্তির দোয়া


মানসিক শান্তি ও স্বস্তি পাওয়ার জন্য নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, আল্লাহর কাছে নিজের সকল কষ্ট ও সমস্যা নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া

সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া সম্পর্কে অনেকেই আপনারা জানতে চান। আর অপেক্ষা নয় একটু পরেই আলোচনা করব সর্ব প্রকার রোগ মুক্তির দোয়া সম্পর্কে।অসুস্থতা শুধুমাত্র একটি পরীক্ষা মাত্র। মহান আল্লাহ তায়ালা সকল রোগের সমাধান দিয়েছেন।

তিনি চাইলে সবকিছুই সম্ভব। আসুন কথা না বাড়িয়ে সকল প্রকার রোগ মুক্তির দোয়া গুলো জেনে নিই।নিচে একটি দোয়া দেওয়া হলো যা সমস্ত রোগ থেকে মুক্তির জন্য পড়া যেতে পারে:

দোয়া:"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শিফা’আন, লা ইউঘাদিরু সাক্বামা।"

বাংলা অর্থ:“হে আল্লাহ, আমি তোমার কাছে এমন আরোগ্য প্রার্থনা করি যা কোনো ব্যাধি অবশিষ্ট রাখে না।”

আরেকটি দোয়া:"আল্লাহুম্মা রব্বিন-নাস, আযহিবিল-বা’স, ইশফি, আনতাশ-শাফি, লা শিফা-উইল্লা শিফাউক, শিফা-উন লা ইউঘাদিরু সাক্বামা।"

বাংলা অর্থ:“হে মানবজাতির পালনকর্তা আল্লাহ, তুমি কষ্ট দূর করে দাও, আরোগ্য দাও, তুমি তো আরোগ্যদাতা। তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দাও যাতে কোনো ব্যাধি অবশিষ্ট না থাকে।”


কোরআনের আয়াত:
"ওয়া নুনাযযিলু মিনাল কুরআনি মা হুওয়া শিফাউঁ ওয়া রাহমাতুল্লিল মু'মিনিন।"(সুরা আল-ইসরা, আয়াত ৮)
বাংলা অর্থ:“আর আমি কুরআনে যা নাজিল করেছি, তা হলো মুমিনদের জন্য শিফা (আরোগ্য) এবং রহমত।”

এই দোয়াগুলোর পাশাপাশি, নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হতাশা থেকে মুক্তির দোয়া

হতাশা এমন একটি সমস্যা যদি একটি মানুষের মধ্যে কোনরকম ঢুকে যায় তাহলে সেখান থেকে সে আর বের হতে পারে না। তার ভবিষ্যৎ অন্ধকার বললেই চলে। কোন কিছুতেই সে কনফিডেন্স খুঁজে পায় না। আর নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে উন্নতি করা যায় না।

আপনারা অনেকেই হতাশা থেকে মুক্তির জন্য বিভিন্ন ডাক্তার এর শরণাপন্ন হয়ে থাকেন। তবে হতাশা থেকে বাঁচার জন্য মহান আল্লাহ কিছু দোয়া সম্পর্কে বলেছেন।

দোয়া:"আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল-হাম্মি ওয়াল-হাযনি, ওয়াল-‘আজ্জি ওয়াল-কাশলি, ওয়াল-জুবনি ওয়াল-বুখলি, ওয়াল-দাইনি ওয়াগালাবাতির-রিজাল।"

বাংলা অর্থ:“হে আল্লাহ, আমি উদ্বেগ ও বিষণ্নতা থেকে, অসহায়ত্ব ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা ও মানুষের কর্তৃত্ব থেকে আপনার কাছে আশ্রয় চাই।”

আরেকটি দোয়া:"হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীল।"

বাংলা অর্থ:“আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক।”

আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া সম্পর্কে। আপনি যদি মনোযোগ সহকারে ফুল আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমি সেটা আপনাদেরকে সঠিকভাবে জানাইতে পেরেছি। বেশি বেশি দোয়া পাঠের মাধ্যমে অনেক কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

শেষ কথা

সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া আমরা একটু আগেই জানলাম। আমরা আরো জেনেছি ক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া।মহান রাব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টির মালিক। তিনি যেমন মানব দেহের রোগ দিয়েছেন তেমনি রোগ থেকে সেরে ওঠার বিভিন্ন দোয়াও তার বান্দাদের জানিয়ে দিয়েছেন।

দোয়ার পাশাপাশি নিয়মিত নামাজ রোজা থেকে শুরু করে ইসলামিক ভাবে জীবন যাপন করলে আশা করি মহান রব্বুল আলামীন সকল রোগ থেকে মুক্তি দান করবেন। নিয়মিত এমন পোস্ট পেতে প্রতিনিয়ত ওয়েবসাইটটি ভিজিট করুন।
আমার এই লেখাটি পড়ে যদি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url