গুড়া দুধ মুখে দিলে কি হয় - মুখে দুধ মাখলে কি হয়
কেন যেন প্রত্যেক মানুষই নিজের উজ্জ্বলতা বাড়াতে। এজন্যই হয়তো বলা হয় মানুষ
সুন্দরের পূজারী। ত্বক সুন্দর করার ক্ষেত্রে অনেকেই জানতে চান গুঁড়া দুধ মুখে
দিলে কি হয় এবং মুখে দুধ মাখলে কি হয় সে সম্পর্কে।। আমার আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন।
আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে শুধুমাত্র বাহিরের ত্বক ফর্সা করলেই মানুষ
সুন্দর হয় না। ভিতর থেকে যখন উজ্জ্বলতা বাড়বে তখন মানুষকে অনেক সুন্দর দেখাবে।
ভূমিকা
আপনারা অনেকেই চিন্তা করেন ত্বকের জন্য গুড়া দুধ ভালো নাকি তরল দুধ ভালো। এ
কারণেই অনেকেই জানতে চান গুঁড়া দুধ মুখে দিলে কি হয় সেই সম্পর্কে। আসল কথা বলতে
গুঁড়া দুধের মধ্যে যদি ত্বকের জন্য উপকারী সকল উপাদান সঠিকভাবে থাকে তাহলে সেটি
ব্যবহার করা খারাপ না। দেরি না করে চলুন শুরু করি গুড়া দুধ মুখে দিলে কি হয় এবং
মুখে দুধ মাখলে কি হয় তার বিস্তারিত আলোচনা।
কাঁচা হলুদ দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায়
ফর্সা হওয়ার ইচ্ছে মানুষের জন্ম থেকে রয়েছে। গুড়া দুধ মুখে দিলে কি হয় এবং
কাঁচা হলুদ দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায় অনেকের মনে এ ধরনের প্রশ্ন থেকে যায়।
আজকে এই আর্টিকেলটি পড়লে আপনি বুঝতে পারবেন ন্যাচারাল উপায়ে কাঁচা হলুদ দিয়ে
কিভাবে ফর্সা হওয়া যায়।
কাঁচা হলুদ মূলত ত্বকের জন্য প্রাচীনকাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে। এতে
উপস্থিত কার কিউমিন নামক সক্রিয় উপাদানটি প্রধান আসক এবং অ্যান্টিঅক্সিডেন্ট
হিসাবে কাজ করে যার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
আরো পড়ুনঃ
ক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া
তবে ফর্সা হওয়া বলতে তোকে স্বাভাবিক উজ্জ্বলতা ও স্বাস্থ্য বজায় রাখার কথা
বোঝায় কোন স্থায়ী রং পরিবর্তনকে বুঝায় না।কাঁচা হলুদ দিয়ে ত্বকের উজ্জ্বলতা
বাড়ানোর কিছু প্রাকৃতিক উপায় নিচে উল্লেখ করা হলোঃ
কাঁচা হলুদ এবং দুধঃ
- এক চা চামচ কাঁচা হলুদ গুঁড়ো কিংবা পেস্ট
- ২-৩ চামচ কাঁচা দুধ।
ব্যবহার পদ্ধতিঃ
- হলুদ এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।
- এরপর পেস্ট ত্বকে লাগিয়ে 15-20 মিনিট রেখে দিতে হবে।
- এরপর শুকিয়ে গেলে হালকা ভাবে মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এগুলোর উপকারিতাঃ হলুদ এবং দুধের মিশ্রণ ত্বককে উজ্জ্বল করতে এবং মসৃণ
রাখতে সাহায্য করে। দুধে থাকা লেক্টিক এসিড ত্বকের মৃত কোষ গুলোকে দূর করে
উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
হলুদ এবং মধুঃ
- এক চামচ হলুদ
- এক চামচ মধু
মিশ্রণ পদ্ধতিঃ
- মধু এবং হলুদ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।
- এবং এই পেস্ট মুখে বা ত্বকের যেকোন স্থানে লাগাতে হবে।
- ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে জায়গাটি পরিষ্কার করতে হবে।
এগুলোর উপকারিতাঃ মধু তে থাকা হাইড্রেটড তোকে মিশলে ত্বকের প্রাকৃতিক
উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বক ভালো থাকে।
হলুদ এবং বেসনের ফেসপ্যাকঃ
- এক চা চামচ হলুদ
- দুই চা চামচ বেসন
- ২-৩ চা চামচ দুধ বা গোলাপজল
মিশ্রন পদ্ধতিঃ
- উপাদানগুলো মিশিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করতে হবে।
- ত্বকে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে দিতে হবে।
- শুকানোর পর মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
আরো পড়ুনঃ
১৫ দিনে মোটা হওয়ার উপায়
এগুলোর উপকারিতাঃএই হলুদ এবং বেসনের ফেস প্যাকটি ত্বক থেকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। এবং
ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে সহায়তা করে।
সতর্কতাঃ প্রত্যেক জিনিসের কিছু নিয়মাবলী কিংবা সতর্কতা রয়েছে যেগুলো সঠিকভাবে
মেনে চলতে না পারলে হিতে বিপরীত হতে পারে। গুড়া দুধ মুখে দিলে কি হয় এটি জানার
আগে আসুন জেনে নেই কাঁচা হলুদ দিয়ে ফর্সা হতে চাইলে কিছু সতর্কতা।
- হলুদ ত্বকে ব্যবহার করার পর পর সূর্যের আলো থেকে নিজেকে আড়ালে রাখতে হবে। কারণ সূর্যের আলো ত্বকে সংবেদনশীল করতে পারে।
- যদি তোকে কোন এলার্জি বা অন্যান্য সমস্যা দেখা দেয় তবে ব্যবহার বন্ধ করে দিতে হবে ।
- এবং যত তাড়াতাড়ি সম্ভব একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা
অনেকেই আছেন যারা চান প্রাকৃতিক উপায়ে নিজের উজ্জ্বলতা বাড়াতে। আপনার মনে হয়তো
ঘুরপাক খাচ্ছে গুড়া দুধ মুখে দিলে কি হয়? এটি আমরা একটু পরে জানব।কাঁচা হলুদ
দিয়ে কিভাবে রূপচর্চা করা যায় এখন আমি আপনাকে সেটি জানাবো।
হলুদ এবং অলিভ অয়েল মিশ্রণঃ
- এক চামচ কাঁচা হলুদ এর পেস্ট।
- এক চামচ অলিভ অয়েল।
ব্যবহার পদ্ধতিঃ
- এক চামচ কাঁচা হলুদ এবং এক চামচ অলিভ অয়েল সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে।
- এরপর এটি মুখে লাগিয়ে হালকাভাবে মাসাজ করতে হবে।
- ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে সবটুকু ধুয়ে ফেলতে হবে।
এগুলোর উপকারিতাঃ অলিভ অয়েল তোকে মশ্চারাইজ করে এবং হলুদ ত্বকের
উজ্জ্বলতা বাড়ায়। এ দুটির মিশ্রণে ত্বক হয়ে ওঠে অত্যন্ত সুন্দর।
হলুদ এবং লেবুর রস এর মিশ্রণঃ
- এক চামচ কাঁচ হলুদ
- এক চামচ লেবুর রস
ব্যবহার পদ্ধতিঃ
- কাঁচা হলুদ এবং লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে।
- এরপর এটি মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে।
- এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এগুলোর উপকারিতাঃ লেবুতে থাকা
ভিটামিন সি ত্বকের কালো দাগ কমিয়ে ত্বককে সুন্দর করে এবং হলুদ ত্বকের প্রদাহ
কমিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ
- হলুদ ব্যবহারের পর ত্বকে সামান্য হলুদ রং থেকে যেতে পারে এটি স্বাভাবিক তবে কিছুক্ষণ পর এটি এমনিতেই চলে যাবে।
- হলুদ ব্যবহারের পরপর সূর্যের আলোতে যাওয়া ঠিক না কারণ সূর্যের আলো ত্বকের ক্ষতি করতে পারে।
- তোকে কোন ধরনের এলার্জি হলে হলুদ ব্যবহার বন্ধ করে দিয়ে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
একটু পর আমরা জানব গুড়া দুধ মুখে দিলে কি হয় তবে এখন আমি আপনাকে জানালাম কাঁচা
হলুদ দিয়ে রূপচর্চার উপায় সমূহ। কাঁচা হল ত্বকের প্রাকৃতিক স্বাস্থ্য বজায়
রাখতে সাহায্য করে তবে দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলেই ভালো পরিবর্তন দেখা যায় তাই
অল্প সময়ে ফল না পেয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই।
মুখে দুধ মাখলে কি হয়
মুখে দুধ লাগানো একটি প্রাকৃতিক রূপচর্চার পদ্ধতি হিসেবে বহু বছর আগের থেকে
ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে কাঁচা দুধের মধ্যে থাকা উপাদানগুলো ত্বকের জন্য
অনেক উপকারী। একটু পরে আমি আপনাকে জানাবো গুড়া দুধ মুখে দিলে কি হয় সে
সম্পর্কে। এখন জেনে নিন মুখে দুধ মাখলে কি হয়
মুখে দুধ লাগানোর উপকারিতা নিচে উল্লেখ করা হলোঃ
- দুধে থাকা প্রাকৃতিক ফ্যাট এবং প্রোটিন ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। শুষ্ক ত্বকে দুধ ব্যবহারের ফলে ত্বক নরম ও মসৃণ হয়।
- দুধে উপস্থিত ল্যাকটিক এসিড ত্বকের মৃত কোষ গুলোকে অপসারণ করতে সাহায্য করে যার ফলে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখায়। এটি ত্বকের টেক্সচার উন্নত ও ত্বককে কমল করে তোলে।
- দুধে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এর ফলে তোকে ব্রণ কমে যায়।
- দুধ ত্বকের দাগ-ছোপ দূর করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের কালচে ভাব আস্তে আস্তে কমে যায়।
- দুধ ত্বকের টোন উন্নত করতে সাহায্য করে ফলে ত্বক আরো সজীব ও মসৃণ দেখায়।
- শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে দুধ ব্যবহারে ত্বকের জ্বালাপোড়া কমে যায় এবং ত্বককে শীতল করে তোলে।
আরো পড়ুনঃ
বিটরুট দিয়ে রূপচর্চা
মুখে দুধ লাগানোর পদ্ধতি গুলো হলোঃ
- কাঁচা দুধ তুলো বা কটন দিয়ে মুখে লাগানো।
- এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে।
- এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
- প্রতিদিন কিংবা সপ্তাহে দুই তিনবার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
বিশেষ সতর্কতাঃ
- যাদের দুধে এলার্জি রয়েছে তারা ত্বকে দুধ ব্যবহার এর ক্ষেত্রে সতর্ক থাকুন কিংবা সম্পূর্ণ বিরত থাকুন।
- যেকোনো নতুন পদ্ধতি ত্বকে প্রয়োগ করার আগে প্যাচ টেস্ট করা উচিত যেন তোকে কোন প্রতিক্রিয়া হয় কিনা সেটি জানা যায়।
একটু পরে আমি আপনাকে জানাবো গুড়া দুধ মুখে দিলে কি হয় তার বিস্তারিত। তবে এখন
আমি আপনাকে জানালাম মুখে দুধ মাখলে কি উপকার হয় সেগুলো। দুধের নিয়মিত ব্যবহারের
ফলে ত্বকে স্বাস্থ্য উন্নত হয় এবং দুধ ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কমল রাখতে
সাহায্য করে।
গুড়া দুধ মুখে দিলে কি হয়
গুড়া দুধ কিংবা তরল দুধ বিষয়টি এভাবে দেখলে হবেনা বরং দেখতে হবে যেটি ব্যবহার
করছি সেটির মধ্যে কি কি উপাদান রয়েছে এবং গুণাগতমান কেমন। এখন আমি আপনাকে জানাবো
গুড়া দুধ মুখে দিলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত।
গুড়া দুধ মুখে ব্যবহার করা ত্বকের জন্য উপকারী হতে পারে কারণ এতে প্রাকৃতিক
পুষ্টি উপাদান যেমন প্রোটিন, ভিটামিন, মিনারেলসহ যাবতীয় পুষ্টি উপাদান রয়েছে।
ত্বকে গুড়া দুধ ব্যবহারের কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো।
গুড়া দুধ মুখে ব্যবহারের উপকারিতাঃ
- ত্বককে মহেশ্চারাইজ করে
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
- ত্বকের দাগ-ছোপা হালকা করে
- ত্বকের নমনীয়তা বজায় রাখে
- ত্বকের জ্বালা প্রদাহ কমায়
- ত্বককে কোমল করে
- ত্বক থেকে ব্রণ দূর করে।
মুখে গুড়া দুধ ব্যবহারের একটি পদ্ধতি হলোঃ
গুড়া দুধ এবং টমেটো রসের মিশ্রণঃ এক চা চামচ গুড়া দুধ এবং এক চা চামচ টমেটোর রস
মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এরপর এটি মুখে লাগিয়ে 15-20 মিনিট অপেক্ষা করতে
হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে ব্যবহার করলে আশা
করি অনেক উপকৃত হবেন।
সর্তকতাঃ
- এলার্জি পরীক্ষাঃ নতুন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহারের ক্ষেত্রে ত্বক পরীক্ষা করে নেওয়া উচিত
- বিশেষজ্ঞের পরামর্শঃ তোকে যদি কোন রকম এলার্জি লক্ষণ দেখা দেয় কিংবা অন্য কোন সমস্যা দেখা দেয় তবে ব্যবহারের পরামর্শের জন্য ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
ত্বকের স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতে গুঁড়া দুধ ব্যবহার একটি সহজ ও সস্তা
উপায় হতে পারে। আপনার কাঙ্খিত সেই প্রশ্নের উত্তর নিশ্চয় পেয়ে গেছেন যে গুড়া
দুধ মুখে দিলে কি হয়। আশা করি নিয়মমাফিক ব্যবহারের ক্ষেত্রে আপনি অনেক উপকৃত
হবেন।
ভেতর থেকে ফর্সা হওয়ার উপায়
ভেতর থেকে ফর্সা হওয়া বলতে আসলে শরীরের ভেতর থেকে ত্বকের স্বাস্থ্যের যত্ন
নেওয়া বোঝায়। একটু আগে আমি আপনাকে জানিয়েছি গুড়া দুধ মুখে দিলে কি হয় এবং
মুখে দুধ মাখলে কি হয় সে সম্পর্কে। এখন আমি আপনাকে জানাবো ভেতর থেকে ফর্সা
হওয়ার উপায় সম্পর্কে।
ত্বকের বাহ্যিক যত্নের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত প্রাণী পান এবং
স্বাস্থ্যকর জীবনযাত্রা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আসুন দেরি না করে জেনে নেই
ভেতর থেকে ফর্সা হওয়ার কিছু কার্যকর উপায় সমূহঃ
পর্যাপ্ত পানি পানঃ
- প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ত্বককে হাইড্রেটেড রাখে। পর্যাপ্ত পানি ত্বক থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং ত্বকের আদ্রতা বজায় রাখে ফলে ত্বক অনেক উজ্জ্বল দেখায়।
- প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত ত্বক ভালো রাখার জন্য।
সুষম খাদ্য গ্রহণঃ
- ফল ও সবজিঃ ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা, লেবু, স্ট্রবেরি এবং শাকসবজি ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে।
- প্রোটিনঃ প্রোটিন যুক্ত খাবার যেমন ডিম, মুরগি, বাদাম এবং মাছ এগুলো বেশি পরিমাণে খেতে হবে। এগুলো ত্বকের কোষ ও পুননির্মাণে সাহায্য করে।
- ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিডঃ সামুদ্রিক মাছ, আখরোট এবং চিয়া বীজে ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বকের জ্বালাপোড়া কমায়।
আরো পড়ুনঃ
গর্ভাবস্থায় সফেদা খাওয়ার উপকারিতা
ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবারঃ
- ভিটামিন সিঃ ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে।
- ভিটামিন ইঃ ত্বককে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করতে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখতে ভিটামিন-ই কাজ করে।
-
জিংকঃ ব্রণ ও ত্বকের প্রদাহ কমাতে জিংক কাজ করে। বাদাম বীজ এবং সিম
জাতীয় খাবারে প্রচুর পরিমাণে জিন থাকে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারঃ
- অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকারক ফ্রী রেডিক্যালাস থেকে রক্ষা করে এবং বার্ধক্যের লক্ষণ কমায়।
- স্ট্রবেরি, গ্রিন টি এবং টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট হয়েছে।
অ্যালকোহল ও ধূমপান এড়ানোঃ
- অ্যালকোহল এবং ধূমপান ত্বকের স্বাস্থ্য কে ক্ষতিগ্রস্ত করে থাকে এবং এগুলোর অভ্যাস ত্বককে বার্ধক্যকে ত্বরান্বিত করে।
- অ্যালকোহল ও ধূমপানের অভ্যাস ত্বককে শুকনো এবং প্রাণহীন করে তোলে।
প্রাকৃতিক উপাদান ব্যবহারঃ
- মধু এবং লেবু মিশিয়ে পান করলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে।
- লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে যা ত্বকের দাগ কমায়।
- মধু শরীরের ভিতরে ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।
সুস্থ ও ফর্সা ত্বক পাওয়ার জন্য শরীরের ভেতর থেকে যত্ন নিতে হবে সঠিক খাবার সহ
জীবনযাত্রার যাবতীয় বিষয় সম্পর্কে তীক্ষ্ণ নজর রাখতে হবে। একটু আগে আমি আপনাকে
জানিয়েছি গুড়া দুধ মুখে দিলে কি হয় সে সম্পর্কে। এখন আমি আপনাকে জানালাম ভেতর
থেকে ফর্সা হওয়ার কার্যকরী উপায়।
শেষ কথা
অল্পদিনের ব্যবহারে আসলে কোন কিছুর ভালো ফলাফল পাওয়া যায় না। এজন্য কোন কিছু
করার ক্ষেত্রে কিংবা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে ধৈর্য ধরে চেষ্টা করলে
নিশ্চয়ই ভালো ফলাফল পাওয়া যাবে।
আমার এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে জানিয়ে
দিন। এবং নিয়মিত এমন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে ওয়েবসাইটটি নিয়মিত
ভিজিট করুন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url