নোবেল পুরস্কার মানে কি? প্রথম নোবেল বিজয়ী ছিলেন যারা
পৃথিবীতে ভালো কাজের জন্য কিংবা কোন কিছুর স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার থাকলেও
নোবেল পুরস্কার কে অনেক এগিয়ে রাখা হয়। এজন্য আপনারা অনেকেই জানতে চান নোবেল
পুরস্কার মানে কি? এবং প্রথম নোবেল বিজয়ী ছিলেন যারা সে সম্পর্কে।
একটি ভালো স্বীকৃতি আরো দশ জন মানুষকে ভালো কাজ করতে এবং ভালো কিছু করতে
অনুপ্রেরণা যোগায়। এই নোবেল পুরস্কার সমগ্র পৃথিবীতে সম্মানীয়।
ভুমিকা
নোবেল পুরস্কার হলো পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান একটি পুরস্কার বা
সম্মাননা।প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ১৯০১ সাল থেকে বিজ্ঞানী আলফ্রেড
নোবেল এর ইচ্ছা অনুযায়ী এই পুরস্কার প্রদান করা হয়। আপনি যদি জানতে চান নোবেল
পুরস্কার মানে কি?
প্রথম নোবেল বিজয়ী ছিলেন যারা তাদের সম্পর্কে তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র
আপনার জন্য। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন নোবেল পুরস্কার মানে
কি? এবং প্রথম নোবেল বিজয়ী ছিলেন যারা
নোবেল পুরস্কার মানে কি এবং এর ইতিহাস
নোবেল পুরস্কার হলো একটি মহা মর্যাদাবান সম্মাননা। বিজ্ঞানী স্যার আলফ্রেড নোবেল
এর চিন্তা ধারা বা তার হাত ধরে এই নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন হয়। বিজ্ঞানী
আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে সারা বিশ্বে প্রসিদ্ধ লাভ করেন।
আরো পড়ুনঃ ক্যান্সার রোগ থেকে মুক্তির দোয়া
তিনি এর নামে আবিষ্কার করেন অনেক টাকা আয় করেন। কিন্তু যখন তিনি দেখলেন এই
ডিনামাইট শুধুমাত্র ধ্বংসই করতে পারে তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এটা দিয়ে
কিভাবে মানবতার মঙ্গলস্বার্থে ব্যবহার করা যায়। এরই মধ্যে হঠাৎ করে ১৮৮৮ সালে
আলফ্রেড নোবেলের ভাই লুডভিগ নোবেল মারা যায়। অনেক মাধ্যমে ছড়িয়ে যায় যে
আলফ্রেড নোবেল মারা গেছে।
এরই মধ্যে উল্লেখযোগ্য পত্রিকা যা ফ্রান্স থেকে প্রকাশিত হতো তাদের শিরোনাম ছিল
এরকম যে “The Merchant of death ia dead” যার বাংলা অর্থ দাঁড়ায় “মৃত্যুর
ব্যবসায়ী মারা গেছেন”। এই সংবাদটি তার মনে বিরূপ প্রভাব ফেলে এবং তিনি সিদ্ধান্ত
নেন যে তিনি একটি তহবিল গঠন করবেন এবং তিনি তাই করেন যেখান থেকে প্রতিবছর মানুষকে
বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে।
তিনি তার ইচ্ছায় ১৮৯৫ সালে একটি উইলপত্র রেখে যান। আশা করি এতটুকু পড়ে আপনি
বুঝতে পেরেছেন নোবেল পুরস্কার মানে কি? ২০২৪ সালের নোবেলের জন্য মনোনীত হলেন যারা
তা জানতে হলে সম্পুর্ণ আর্টিকেল টা পড়তে হবে আপনাকে।
নোবেল পুরস্কারের সূচনা
উপরের আলোচনা থেকে আমরা জেনেছি নোবেল পুরস্কার মানে কি? এখন আমরা জানবো নোবেল
পুরস্কারের সুচনা কিভাবে হয়েছে। বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুর পরে ১৯০১ সাল
হতে তার রেখে যাওয়া উইল অনুযায়ী প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান করা হয়।
১৯০১ সালে প্রথমবারের মতো পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হয়। বিষয় পাঁচটি হলো
পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি, সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞান। প্রায় ৬৭ বছর পর
১৯৬৮ সালে অর্থনীতি তে প্রথমবারের মতো নোবেল দেওয়া হয়।
নোবেল পুরস্কারের বিভাগ সমুহ
উপরের আলোচনা থেকে আমরা জেনেছি নোবেল পুরস্কার মানে কি? এখন আমরা নোবেল
পুরস্কারের বিভাগ সমুহ জানবো। নোবেল পুরস্কার সাধারণত ৬ টি বিভাগে দেওয়া হয়। ১৯০১
সালে আলফ্রেড নোবেল এর ইচ্ছানুসারে প্রথমত ৫ টা বিষয়ে নোবেল দেওয়া শুরু হয়।
পরবর্তীতে আরো একটি বিষয় যুক্ত হয়। ১৯৬৮ সালে অর্থনীতি বিভাগ টা প্রথমবারের মত
যুক্ত হয়। এখন আমরা প্রতিটা বিভাগ নিয়ে বিস্তারিত জানবো।
১. পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কারঃ
আমরা জেনেছি নোবেল পুরস্কার মানে কি? এখন নোবেক পুরস্কারের বিষয় সমুহের ব্যাপারে
বিস্তারিত জানবো। পদার্থ বিদ্যায় নোবেল মুলত পদার্থ বিজ্ঞানের অসামান্য অবদানের
জন্যে প্রদান করা হয়ে থাকে৷
পদার্থবিদ্যা অনেক শাখা রয়েছে যেমন; তাপ শক্তি,তাপগতি বিদ্যা,চৌম্বক শক্তি,
পারমাণবিক শক্তি,চৌম্বকত্ব, ক্যালরিমিতি,শব্দ তরঙ্গ ইত্যাদির উন্নতি সাধণ ও
মানবকল্যাণে ব্যাবহৃত প্রযুক্তি আবিস্কারের জন্যেই পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়।
পদার্থ বিদ্যায় নোবেল পাওয়া উল্লেখযোগ্য বিজ্ঞানী হলোঃ
- স্যার আলবার্ট আইনস্টাইনঃ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯২১ সালে ফটোইলেক্টিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়ার কারণে নোবেল পুরস্কার পান। এই তড়িৎ ক্রিয়া আবিস্কারের পর কোয়ান্টাম তত্ত্ব আবিস্কারের পথ সুগম হয়।
- পিটার হিগসঃ ২০১৩ সালে হিগস বোসন কণা আবিস্কারের কারণে পিটার হিগস কে নোবেল পুরস্কার ভুষিত করা হয় ।
২. রসায়নে নোবেল পুরস্কারঃ
রসায়নে অসামান্য অবদান রাখার জন্যে বিজ্ঞানীদের নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।
রসায়নের বিভিন্ন তাত্ত্বিক বিষয় যেমন; মৌলিক রাসায়নিক, যৌগিক গঠন, মৌলিক গঠন,
রাসায়নিক রশ্মি, ইত্যাদির জন্যে দেওয়া হয়ে থাকে।
১৯০১ সাল থেকেই রসায়নে নোবেল দেওয়া শুরু হয়েছে। রসায়নে নোবেল পাওয়া উল্লেখযোগ্য
ব্যাক্তিবর্গ হলোঃ
- মেরি কুরীঃ দুইটি মৌল আবিস্কার করার জন্যে বিজ্ঞানী মেরি কুরী নোবেল পুরস্কার পেয়েছিলেন। রেডিয়াম ও পোলোনিয়াম আবিস্কারের জন্যে বিজ্ঞানি মেরি কুরি কে ১৯১১ সালে নোবেল পুরস্কারে ভুষিত করা হয়।
- জেনিফার ডাউডনাঃ বিজ্ঞানী জেনিফার ডাউডনা ২০২০ সালে জিনোম প্রযুক্তি আবিস্কার নিয়ে নোবেল পুরস্কার পান।
৩. সাহিত্যে নোবেল পুরস্কারঃ
সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় সারাবিশ্বের সাহিত্যিকদের অসামান্য লেখনীর
জন্যে। এটি হতে পারে গল্প,কবিতা,উপন্যাস,নাটক,প্রবন্ধ ইত্যাদি।উল্লেখযোগ্য কিছু
ব্যাক্তিবর্গ যারা সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন
হলোঃ
- রবীন্দ্রনাথ ঠাকুরঃ সাহিত্যে অসামান্য অবদানের জন্যে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কে নোবেল পুরস্কারে ভুষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’এর জন্যে নোবেল পুরস্কার পান
- গ্যাব্রিয়েল মার্কেসঃ ১৯৮২ সালে বিজ্ঞানী গ্যাব্রিয়েল মার্কেস কে নোবেক পুরস্কার প্রদান করা হয়। তার সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন ; তার প্রতিটা লেখনি সাইকোলজির সাথে সম্পর্কিত থাকার কারণে তাকে নোবেল দেওয়া হয়।
৪. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারঃ
চিকিৎসা বিজ্ঞানে বা বা শরির বিদ্যা নিয়ে জীববিজ্ঞানের ক্ষেত্রে আবিস্কারের জন্যে
নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ক্ষেত্রে সাধারণত মানবদেহের চিকিৎসা আবিস্কারের
কারণে নোবেল দেওয়া হয়।নোবেল বিজয়ী উল্লেখযোগ্য কয়েকজন চিকিৎসা বিজ্ঞানী হলোঃ
- স্যার আলেকজান্ডার ফ্লেমিংঃ ১৯৪৫ সালে পেনিসিলিন আবিস্কারের জন্যে আলেকজান্ডার ফ্লেমিং কে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ১৯২৮ সালে ফ্লেমিং দুর্ঘটনাবশত পেনিসিলিন আবিস্কার করেন। চিকিৎসাবিজ্ঞানের আমুল পরিবর্তন করে দেয় এই পেনিসিলিন।
- উইলিয়াম কায়লিনঃ উইলিয়াম কায়লিন ২০১৯ সালে কোষের অক্সিজেন আবিস্কার করার জন্যে নোবেল পুরস্কার পান
৫.শান্তিতে নোবেল পুরস্কারঃ
আমরা জানি যে শান্তিতে নোবেল দেওয়া হয় কিন্তু অনেকেই জানি না নোবেল পুরস্কার মানে
কি? চলুন শান্তিতে নোবেল পুরস্কার মানে কি? সেটা জানি। শান্তিতে নোবেল পুরস্কার
দেওয়া হয়ে থাকে বিশ্বে বা দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে।
আরো পড়ুনঃ
অনলাইনে কিভাবে ফ্রি ইনকাম করা যায়
মানবাধিকার, যুদ্ধ বিরোধী, যুদ্ধের শান্তি মিশন এসবের জন্যে এই পুরস্কার দেওয়া
হয়ে থাকে। শান্তিতে নোবেল পাওয়া কিছু উল্লেখযোগ্য কয়েকজন হলোঃ
- মালালা ইউসুফজাইঃ ২০১৪ সালে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা শুরু করেন মালালা। পরবর্তীতে ২০১৪ সালেই তাকে এই অধিকারের জন্যে শান্তিতে নোবেল পুরস্কার পান৷
- মার্টিন লুথার কিং জুনিয়রঃ বর্ণ বাদ বৈষম্য নিয়ে কাজ করতেন মার্টিন লুথার। তিনি বর্ণবাদ বৈষম্য নিয়ে এক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে ১৯৬৪ সালে তাকে নোবেল পুরস্কারে ভুষিত করা হয়।
৬. অর্থনীতিতে নোবেল পুরস্কারঃ
নোবেল পুরস্কার চালু হওয়ার ৬৭ বছর পরে ১৯৬৮ সালে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া
শুরু হয়। সুইডিস ন্যাশনাল ব্যাংকের কারণে এটি শুরু হয়। নিচে অর্থনীতিতে নোবেল
পুরস্কার পেয়েছেন এমন এক জনের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হলোঃ
- অমর্ত্য সেনঃ অমর্ত্য সেন একজন ভারতীয় অর্থনীতিবিদ। অমর্ত্য সেন কে “কল্যাণ অর্থনীতির জন্যে নোবেল পুরস্কারে ভুষিত করা হয়৷
প্রথম নোবেল বিজয়ী ছিলেন যারা
আমরা জেনেছি যে নোবেল পুরস্কার মানে কি? এখন আমরা জানবো প্রথম নোবেল পুরস্কার
কারা পেয়েছিলেন। ১৯০১ সালে সর্বপ্রথম নোবেল দেওয়া শুরু হয়।শান্তিতে সর্বপ্রথম
নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে সুইডিশ নাগরিক হেনরি ডুনান্ট ও ফ্রান্স
নাগরিকফ্রেডরিক পাসি।
আরো পড়ুনঃঔষধ প্রশাসন অধিদপ্তর এর কাজ কি
পদার্থবিজ্ঞানে সর্বপ্রথম নোবেল জয়ী হলেন জার্মান নাগরিক কনরাড রন্টগেন। রসায়নে
সর্বপ্রথম নোবেল পেয়েছেন ডাচ নাগরিক হেনরিকাস ভ্যান ট’হফ। চিকিৎসাবিজ্ঞানে
সর্বপ্রথম নোবেল জয়ী হলেন আরেক জার্মান চিকিৎসাবিদ ভন বেরিং।
সাহিত্যে নোবেল পাওয়া সর্বপ্রথম ব্যাক্তি হলেন ফরাসী বিজ্ঞানী সুলি প্রধুম।
অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পান নরওয়ের নাগরিক যাগনার ফ্লিস্ক।
নোবেল পুরস্কারের মুল্য
আপনারা অনেকেই জানতে চান নোবেল পুরস্কার এর মূল্য কত? কেন নোবেল পুরস্কার পাওয়া
ব্যক্তি অনেক সম্মানিত হন? আপনারা আরো জানতে চান নোবেল পুরস্কার মানে কি?এটা
জেনেছি এতক্ষণ ধরে এখন জানবো নোবেল পুরস্কারের মুল্য বা সম্মানী কত।
নোবেল পুরস্কারের মুল্য প্রতি বছর চেঞ্জ হতে পারে। এখন সাধারণত সাম্প্রতিক সময়
গুলো তে ১০ মিলিয়ন সুইডিশ মুদ্রা প্রদান করা হয় আর ডলারে সেটি এসে দাঁড়ায় ৯ লাখ
মার্কিন ডলার। এসবের পাশাপাশি স্বর্ণপদক ও সার্টিফিকেট সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার যদি একাধিক ব্যাক্তি পেয়ে থাকেন তাহলে সমান ভাবে বন্টন করা হয়। অনেকের
মনে প্রশ্ন জাগে যে নোবেল পুরস্কার মানে কি? এবং এটির মুল্য কত আমি সেটি এই
আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানতে সক্ষম হয়েছি।
বাংলাদেশের নোবেল বিজয়ী
অনেকের মনে প্রশ্ন জাগে নোবেল পুরস্কার মানে কি?এবং কোন বাংলাদেশী ব্যক্তি কে
নোবেল পুরস্কার পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন। একমাত্র বাংলাদেশি হিসেবে বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস অর্থনীতিতে নোবেল পুরস্কার
লাভ করেছেন।
ডক্টর ইউনুস ২০০৬ সালে নোবেল পুরস্কার পান। ডাক্তার ইউনুস গ্রামীণ ব্যাংক
প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সাথেই যৌথভাবে পুরস্কার লাভ করেন। ক্ষুদ্র ঋণের কারণে
ড. ইউনুস কে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমরা এতক্ষণ জানলাম নোবেল পুরস্কার মানে
কি?এবং এর বিস্তারিত।
শেষকথাঃ
নোবেল পুরস্কার মানবজাতির অগ্রগতিতে অনেক ভূমিকা রাখে। সকল ভালো কাজের প্রতিক
হিসেবে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের জন্য প্রতিটি ক্ষেত্রে
জাতিকে নতুন দিগন্ত দেখায় এবং নতুন করে ভাবতে শিখায়।
ভালো কাজের মাধ্যমে আমরা যেন দেশ জাতি ও পরিশেষে মহাবিশ্বের সকল কিছুর সমষ্টিগত
উন্নয়নের জন্য কাজ করে যায়। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে জানিয়েছি
নোবেল পুরস্কার মানে কি এবং প্রথম নোবেল বিজয়ী ছিলেন যারা সে বিষয়ে বিস্তারিত।
এছাড়াও এমন তথ্যবহুল আরো অনেক বিষয়ে জানতে নিয়মিত ওয়েবপেজটি ভিজিট করুন এবং আপনি
কোন বিষয়ে জানতে চান সেই বিষয় নিয়ে মন্তব্য করুন। আমি আপনাকে জানানোর জন্য
প্রস্তুত রয়েছি। এই আর্টিকেল টি সম্পুর্ণ পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url