রাগবির পজিশন গুলো কি কি - রাগবি খেলার মাঠের মাপ।
ক্রিকেট ফুটবলের মত বাংলাদেশ রাগবি খেলা জনপ্রিয় নয়। তবে বর্তমানে আপনারা
অনেকেই রাগবি খেলার বিষয়ে আগ্রহী। এজন্য হয়তো আপনি জানতে চান রাগবির পজিশন গুলো
কি কি এবং রাগবি খেলার মাঠের মাপ সম্পর্কে। এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে
আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
রাগবি খেলা পৃথিবীতে যত খেলা আছে কিছুটা সেরকমই। মানে হল এখানে কিছু নিয়ম-কানুন
মেনেই আপনাকে খেলতে হবে। রাগবি শুধু ছেলেরাই না বরং মেয়েরাও খেলতে পারেন।
ভুমিকা
রাগবি একটি কৌশল নির্ভর খেলা। বর্তমানে রাখবি জনপ্রিয়তা প্রতিটা দেশে অত্যাধিক
হারে বেড়ে চলেছে। এর শুরু ইংল্যান্ডে হলেও বর্তমানে এটি বহির্বিশ্বের প্রতিটি
দেশে অল্প সময়ের মধ্যেই একটি শক্তিশালী অবস্থান অর্জন করেছে।
আরো পড়ুনঃ
মস্তিষ্কের রোগের লক্ষণ ও প্রতিকার
আপনি যদি রাগবির পজিশন গুলো কি কি জানার জন্য এই আর্টিকেলটিতে প্রবেশ করে থাকেন
তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক
রাগবির পজিশন গুলো কি কি সেই সম্পর্কে বিস্তারিত।
রাগবির উৎপত্তি ও ইতিহাস
রাগবির উৎপত্তি হয় ইংল্যান্ডে। কালের পরিক্রমায় রাগবির বিস্তার ও পরিবর্তন হতেই
আছে। ইংল্যান্ডের ছোট্ট একটি শহর তার নাম রাগবি ; রাগবি শহরের ছোট্ট একটি স্কুলে
ফুটবল খেলার হচ্ছিল। সময়টি ছিল ১৮২৩ সাল।
উইলিয়াম ওয়েব নামের একজন শিক্ষার্থী ফুটবল খেলা দেখছিল। হঠাৎ করে সে ফুটবল টি
হাতে নিয়ে দৌড় দেয়। ফুটবল তখন শুধুমাত্র পা দিয়ে খেলার নিয়ম ছিল যা বর্তমানে
তাই রয়েছে কিন্তু উইলিয়াম বলটি হাতে নিয়ে দৌড়ানো শুরু করে।
যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তারপরেও এটাকে রাগবির উৎপত্তি হিসেবে ধরা
হয়।১৮৪৫ সালে রাগবি স্কুলে রাগবি খেলার প্রাথমিক ভাবে গুটি কয়েক টি নিয়ম
প্রণয়ন করে লিখিত ভাবে রাখা হয়।যা আজকের রাগবি খেলার মূল ভিত্তি।
ধীরে ধীরে এটি বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন শহর অতঃপর বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে
পড়ে। বর্তমানে রাগবি একটি পেশাদার খেলা হিসেবে সমস্ত বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে।
রাগবির পজিশন গুলো কি কি জানতে এই আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে ।
রাগবি খেলার মাঠের মাপ
রাগবির পজিশন গুলো কি কি জানার আগে আপনার রাগবি এর মাঠের মাপ সম্পর্কে বিস্তারিত
জানা উচিত । আমি এখন রাগবির মাঠের মাপ সম্পর্কে বর্ণনা করব।
রাগবি ইউনিয়ন এর মাঠের মাপঃ রাগবি ইউনিয়নের মাঠের মাপ সাধারণ এক গোল লাইন
থেকে অপর গোল লাইন অবধি ১০০ মিটার দীর্ঘ হয়। প্রস্থ সাধারণত ৬৮ মিটার হয় তবে
কিছু কিছু ক্ষেত্রে ৭০ মিটার পর্যন্ত হতে পারে। গোল লাইন থেকে ডেড বল লাইন এর
দূরত্ব ১০ থেকে ২২ মিটার পর্যন্ত হতে পারে।
আরো পড়ুনঃ
ব্রেন ঠান্ডা রাখার ইসলামিক উপায়
রাগবি লীগের মাঠের মাপঃ রাগবি ইউনিয়নের মতই রাগবি লীগের মাঠের মাপ
সাধারণত দৈর্ঘ্যে ও প্রস্থের সমান থাকে অর্থাৎ দৈর্ঘ্য ১০০ মিটার এবং প্রস্থ ৬৮
মিটার। তবে ডেড লাইনের দূরত্বের কিছুটা হের ফের দেখা যায়। ইউনিয়নের মাঠের মাপ
অনুযায়ী ১০ থেকে ২২ মিটার পর্যন্ত হলেও লীগে তা ৬ থেকে ১১ মিটার পর্যন্ত হয়।
এছাড়াও রাগবির মাঠে নির্দিষ্ট কিছু দাগ কাটা থাকে। যেমন গোল লাইন, সেন্টার লাইন,
২২ মিটার লাইন,১০ মিটার লাইন, টাচ লাইন ও গোল পোস্ট। আপনাকে আমি জানালাম রাগবির
মাঠের মাপ সম্পর্কে। একটু পরে আমি আপনাকে জানাবো রাগবির পজিশন গুলো কি কি
সম্পর্কে বিস্তারিত।
রাগবি খেলা দেশ ও অর্জন
রাগবি খেলাটি এখন বিশ্বে জনপ্রিয়। বিশ্বের অনেক দেশে নিয়মিত রাগবি খেলা হয়।
কিন্তু আমরা অনেকেই জানিনা কোন কোন দেশে রাগবি খেলা হয়। খেলা কয়েকটি প্রধান
দেশের মধ্যে অন্যতম হলো
নিউজিল্যান্ডঃ নিউজিল্যান্ড একাধিক বার রাগবি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।
আরেকটি অন্যতম দল হল ইংল্যান্ড ২০০৩ সালে ইংল্যান্ড সর্বপ্রথম চ্যাম্পিয়ন
হয়।
এছাড়াও অস্ট্রেলিয়া,ফ্রান্স,স্কটল্যান্ড, ওয়েলস,আয়ারল্যান্ড ইত্যাদি দেশে
রাগবি খেলাটি অত্যন্ত জনপ্রিয়। এবং তারা বরাবরের মতোই রাগবিকে এক অনন্য পর্যায়ে
নিয়ে গেছে। রাগবি খেলা কি ছেলেদের সাথে সাথে মেয়েরাও খেলতে সক্ষম। একটু পরেই এই
আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাকে রাগবির পজিশন গুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত
জানাবো।
রাগবি বিশ্বকাপ
ফুটবলের মতোই রাগবি বিশ্বকাপও চার বছর পরপর অনুষ্ঠিত হয়। রাগবি বিশ্বকাপ
সর্বপ্রথম ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়। ১৯৮৭ সালের এই আয়োজনটি নিউজিল্যান্ড ও
অস্ট্রেলিয়া যৌথভাবে আয়োজন করে। এই বিশ্বকাপের পরে রাগবি সারা বিশ্বব্যাপী
অন্যতম মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় খেলা হিসেবে পরিচিতি লাভ করে।
এই বিশ্বকাপটি পরিচালনা করে রাগবি ইউনিয়ন। সাধারণত রাগবি বিশ্বকাপে প্রতি বছর
বিশটা দল অংশগ্রহণ করে থাকে। এই ২০ টি দলকে এ বি সি ও ডি অর্থাৎ চারটি গ্রুপে ভাগ
করা হয়। প্রতিটি গ্রুপে পাঁচ টি করে দল থাকে।
আরো পড়ুনঃ
স্মৃতির উপর নিয়ন্ত্রণ বাড়ানো টেকনিক
প্রতি গ্রুপের শীর্ষ দুইটি দল থেকেই কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত
হওয়ার পরে ফাইনাল অনুষ্ঠিত হয়। সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী দল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা সর্বমোট চারবার শিরোপা জয় করেছে।
এরপরে নিউজিল্যান্ডের অবস্থান নিউজিল্যান্ড তিনবার শিরোপা জয়ের স্বাদ গ্রহণ
করেছে। অস্ট্রেলিয়া দুই বার ও ইংল্যান্ড একবার শিরোপা জিতেছে। বিশ্বকাপ শুধু
ছেলেদের নিয়েই হয় না মেয়েদের নিয়েও হয়।
রাগবির পজিশন গুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাকে আর একটু
অপেক্ষা করতে হবে। অধৈর্য হওয়ার কোন কারন নাই। রাব্বির পজিশন গুলো কি কি এটি
জানার পূর্বে যে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন আমি আপনাকে সেগুলোই জানিয়ে
দিচ্ছি।
রাগবি খেলার নিয়মাবলী
আমরা অনেকেই রাগবি খেলা চিনলেও সে খেলার নিয়ম সম্পূর্ণরূপে জানিনা। এজন্য রাগবির
পজিশন গুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত জানার আগে চলুন জেনে নেই রাখবি খেলার
নিয়মাবলী সম্পর্কে। রাগবিতে সাধারণত ১৫ জন করে প্লেয়ার থাকে ।
তার মধ্যে ৮ জন ফরওয়ার্ড ও সাতজন ব্যাকস থাকে। এই খেলাটি একটি বল কে একটি
খেলোয়াড় হাতে নিয়ে দৌড়িয়ে প্রতিপক্ষের গোলপোস্টে পৌঁছানোর চেষ্টা করে। একটি
সম্পূর্ণ রাগবি ম্যাচ ৮০ মিনিট অনুষ্ঠিত হয়। প্রথম অর্ধ ৪০ মিনিট মাঝখানে দশ
মিনিটের বিরতি ও পরের অর্ধ আবার ৪০ মিনিট ।
রাগবি খেলার পয়েন্ট অর্জনের কয়েকটি সিস্টেম হলো “ট্রাই” এইটাই হলো গোল দেওয়াকে
বোঝায় যা পাঁচ পয়েন্ট অর্জনে সাহায্য করে। কনভার্শন অর্থাৎ এটা কিকের মাধ্যমে
পয়েন্ট পেলে তাকে কনভার্শন বলা হয় এবং এটাতে দুই পয়েন্ট দেওয়া হয়।
আরো পড়ুনঃ
উটের মাংসের গুণাগুণ ও উপকারিতা
আরো কয়েকটি সিস্টেমের মধ্যে অন্যতম হলো পেনাল্টি কিক ড্রপ কিক ইত্যাদি। এই
খেলায় হাই টাকেল, অফসাইড, লাইন আউট, ইত্যাদি উল্লেখযোগ্য।ম্যাচ পরিচালনা করার
জন্য একজন রেফারী থাকে এবং দুইজন সহকারী রেফারি থাকে।
খেলায় যদি কেউ হাই ট্যাকেল করে প্রথমত তাকে হলুদ কার্ড দেওয়া হয় এবং হলুদ কার্ড দিলে তাকে দশ মিনিট মাঠের বাইরে অবস্থান করতে হয়। দ্বিতীয়বার যদি একই কাজ
করে থাকে তাহলে তাকে লাল কার্ড দেওয়া হয় এবং সম্পূর্ণরূপে তাকে মাঠ থেকে বের
করে দেওয়া হয়। মূল লক্ষ্যই হল প্রতিপক্ষের এর মাঝখানে গিয়ে বল কিক করে গোল
করা।
রাগবির পজিশন গুলো কি কি
অনেকের ধারণা রাগবি শুধু ছেলেরাই খেলে থাকে কিন্তু এমনটি না। আমি আপনাকে অনেকক্ষণ
অপেক্ষা করিয়েছি রাগবির পজিশন গুলো কি কি সেই সম্পর্কে জানাবো বলে। এই
আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়লে রাগবির পজিশন গুলো কি কি ও মেয়েদের রাগবি
খেলা নিয়েও বিস্তারিত জানতে পারবেন।
রাগবি ইউনিয়নের নিয়ম অনুযায়ী সাধারণত একে দলে ১৫ জন খেলোয়াড় থাকে। এই ১৫ জন
দুই ভাগে বিভক্ত থাকে প্রথম আটজন থাকে ফরওয়ার্ড হিসাবে এবং ব্যাকস হিসেবে থাকে
সাত জন প্লেয়ার। ফরোয়ার্ড আট জনের আবার ভিন্ন ভিন্ন পজিশন রয়েছে। ফরওয়ার্ড এর
পজিশনের নাম গুলোঃ
- লুজ হেড প্রপ (এক জন)
- হুকার (একজন)
- টাইথেড প্রপ (একজন)
- লক (দুই জন)
- ফ্ল্যানকার (দুই জন)
- নাম্বার এইট (একজন)
ব্যাকসে খেলা প্লেয়ার গুলোর পজিশন গুলো হলোঃ
- স্ক্রাম হাফ (একজন)
- ফ্লাই হাফ (একজন)
- ইনসাইড সেন্টার (একজন)
- আউটসাইড সেন্টার (এক জন)
- উইঙ্গার (দুই জন)
- ফুল ব্যাক (একজন)
এগুলোই মূলত রাগবির পজিশন। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর আমি আপনাকে রাগবির পজিশন
গুলো কি কি সেই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আশা করি আপনি এখন অন্যদেরকেও এ
বিষয়ে জানাতে পারবেন।
মেয়েরা রাগবি কিভাবে খেলে থাকে
ছেলেদের রাগবির মতোই মেয়েদেরও ঠিক একইভাবে রাগবি খেলা হয় ।চলুন আপনাকে জানাই
মেয়েরা রাগবি কিভাবে খেলে থাকে। মেয়েদের শরীরের গঠন তাদের ফিটনেস অনুযায়ী কিছু
কিছু ক্ষেত্রে নিয়ম একটু চেঞ্জ হতে দেখা যায়।
তেমন মেয়েদের ক্ষেত্রে ট্যাকেল, হাইট্যাকেল ইত্যাদি জিনিসগুলোকে খুব বেশি
সিরিয়াস ভাবে দেখা হয়। একটু আগেই আমি আপনাকে জানিয়েছি রাগবির পজিশন গুলো কি কি
সেই সম্পর্কে। মেয়েদের খেলায় ও রাগবীর পজিশন গুলো একই।
মেয়েদের রাগবি ওমেন সিক্সনেশন ইত্যাদির মাধ্যমে খেলা হয়ে থাকে। মেয়েদের শক্তি
থেকে খেলা কৌশলটা বেশি আয়ত্ত করতে হয়। সাম্প্রতিক সময়গুলোতে মেয়েদের রাগবি
খেলার আগ্রহ বেড়েছে এবং জনগণ উপভোগ করছে।
আরো পড়ুনঃ
হাত পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
অনেক দেশেই জাতীয়ভাবে মেয়েদের রাগবি আয়োজন করা হচ্ছে। যদিও তা এখনো ছেলেদের মত
অতটা প্রভাবশালী হয়ে উঠতে পারেনি৷
শেষ কথা
উপরের আর্টিকেলটিতে আমি আপনাকে জানালাম রাগবির পজিশন গুলো কি কি এবং রাগবি খেলার
মাঠের মাপ সম্পর্কে ।আশা করি এ তথ্যগুলা জেনে আপনি উপকৃত হবেন। এমন অজানা বিষয়
সম্পর্কে জানতে নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন। এবং আপনি কোন কোন বিষয়ে জানতে
চান সেটি কমেন্টস করে জানিয়ে দিন আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসছি পরবর্তী
আর্টিকেলে। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url