দাবা ও বিজ্ঞানের মিল - দাবা খেলা ড্র হয় কেন

দাবা একটি জনপ্রিয় গেম এটি আমরা সবাই জানি। যেহেতু এটি খেলার জন্য বেশি জায়গা কিংবা অর্থের প্রয়োজন হয় না সে কারণে অনেকের কাছেই দাবা বেশ জনপ্রিয়। আপনারা অনেকেই জানতে চান দাবা খেলা ড্র হয় কেন এবং দাবা ও বিজ্ঞানের মিল সম্পর্কে। এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
দাবা ও বিজ্ঞানের মিল

দাবা মূলত প্রাপ্তবয়স্ক যারা তারাই খেলে থাকেন। যদিও বর্তমান সময়ে দাবার বয়স ভিত্তিক টুর্নামেন্ট চালু হওয়ায় ছোটরাও এই খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছে।

ভুমিকা

দাবা খেলা অন্যতম একটি ইন্ডোর গেম। যা প্রাচীন কাল থেকে অনেক জনপ্রিয়তা পেয়ে আসছে। ইনডোর গেম হওয়াই এটা খুব সহজেই কম জায়গায় যেকোন পরিস্থিতিতে খেলা যায়। প্রথমের দিকে এটি বিনোদন হিসেবে ধরা হলেও বর্তমানে এটার সাথে বিজ্ঞান ও গণিতের অনেক তাৎপর্যপূর্ণ মিল রয়েছে। 

দাবা একজন প্লেয়ারের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং চিন্তা-ক্ষমতা ও বৃদ্ধি করে। কোন পরিস্থিতিতে কেমন কৌশল অবলম্বন করতে হবে এটা সম্পর্কে ব্রেনকে অবহিত করে। এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো দাবা ও বিজ্ঞানের মিল এবং দাবা খেলা ড্র হয় কেন সেই সম্পর্কে বিস্তারিত।

দাবা খেলার উৎপত্তি ও ইতিহাস

দাবা খেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধশীল এবং প্রাচীন সভ্যতার সাথে জড়িত রয়েছে। এটিকে প্রাচীনকালে শুধু একটি খেলা হিসেবে নয় বরং একটি যুদ্ধের কৌশল বা কার্যকলাপ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য খেলা হত। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দাবা খেলার উৎপত্তি হয় প্রাচীন ভারতে। 
ভারতীয় উপমহাদেশে এটি সাধারণত “চতুরঙ্গ” নামে পরিচিত ছিল। চতুরঙ্গ শব্দটি চারটি প্রাণী থেকে এসেছে। এটিও ছিল একটি যুদ্ধের কৌশল। যুদ্ধ হতো সাধারনত ঘোড়া, অশ্বারোহি , রথ ইত্যাদি নিয়ে। পরবর্তীতে এগুলা দাবার গুটি হিসেবে প্রতিষ্ঠিত হয় যেমন ঘোড়া,হাতি সৈন্য ইত্যাদি। 

ভারতীয় উপমহাদেশ থেকে এই দাবা খেলার চতুরঙ্গ খেলাটি পারস্য এর দিকে যেতে শুরু করে। পারস্যে এটির নাম হয় শাতরঞ্জ। এইখান থেকেই দাবার অনেক পরিবর্তন হয়। পরে সেই সর্ব প্রথম চেকমেট শব্দটি ব্যবহার করা হয়। 

এভাবে ইসলামিক রাষ্ট্র ইউরোপীয় রাষ্ট্র অতঃপর আধুনিক বিশ্বে এসে দাবা আধুনিক গতি লাভ করে। দাবা ও বিজ্ঞানের মিল এবং দাবা খেলা ড্র হয় কেন সেই সম্পর্কে জানার জন্য যদি আপনি এই আর্টিকেলটিতে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

দাবা খেলার বোর্ড

দাবা ও বিজ্ঞানের মিল এবং দাবা খেলা ড্র হয় কেন সেই সম্পর্কে জানার আগে আপনার সর্বপ্রথম জানা উচিত দাবা খেলার বোর্ড সম্পর্কিত বিষয় সম্পর্কে।চলুন আমি আপনাকে দাবা খেলার বোর্ড সম্পর্কে জানায়। দাবা খেলা একটি নির্দিষ্ট বোর্ডের উপর অনুষ্ঠিত হয়। 
যে বোর্ডটি ৮×৮ মাপের হয়ে থাকে। দাবার বোর্ডের সর্বমোট ৬৪ টি ঘরে থাকে। ঘরগুলো আবার দুই ভাগে বিভক্ত একটি সাদা ঘর এবং একটি কালো ঘর এভাবে পর্যায়ক্রমে মোট ৩২ টি কালো ঘর এবং ৩২ টি সাদা ঘর থাকে। 

দাবার সাড়ি নিজ থেকে উপর পর্যন্ত এক থেকে আট অব্দি করা হয়।দাবার কলাম বাম দিক থেকে ডান দিকে a থেকে h অক্ষর দ্বারা নির্দেশিত হয়।

দাবার কোন গুটি কত ঘর যায়

দাবার প্রতিটা গুটির নির্দিষ্ট একটি নিয়ম বা গণ্ডি রয়েছে , যে এই গুটিটি এত পরিমান ঘরের বেশি যেতে পারবে না। এখন তা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো। প্রথমেই সৈন্য শুধুমাত্র প্রথম চালের ক্ষেত্রে দুই ঘর যেতে পারে সামনের দিকে এই কঠিন এ বিপরীত দিকে কখনোই ফিরে আসতে পারে না। 
দাবার কোন গুটি কত ঘর যায়

প্রতিপক্ষের গুটি যদি কোনাকুনি বরাবর থাকে এবং সেটি এক ঘর হয় তবে সেই গুটিকে খেতে পারে এই সৈন্য। এরপর আসে রাজার কথা। দাবা খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি গুটি হল রাজা। 

এ রাজা যে কোন দিকে যেকোনো ভাবে শুধু নিজের গুটি বাদ দিয়ে সকল গুটিকে অতিক্রম করতে পারে। ঘোড়া এর গতিবিধি খুবই জটিল । এটি সাধারনত আড়াই ঘর অবধি যেতে পারে। নৌকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুটি, নৌকা কোনাকুনি নিজের গুটি ব্যতীত দাবার এটা ঘরে যেতে পারে।
"রানী"যাকে নিয়ে এই খেলাটির মূল। এই রানী ওপর নিয়ে সামনে পেছনে সর্বোচ্চ দুই ঘর অবধি যেতে পারে। এতক্ষণ আমি আপনাকে দাবা খেলার কোন গুটি কোন ঘর অবধি যেতে পারে তা সম্পর্ক জানালাম। একটু পরে আমি আপনাকে জানাবো দাবা ও বিজ্ঞানের মিল সম্পর্কে বিস্তারিত।

দাবা খেলার সবচেয়ে শক্তিশালী গুটি কোনটি

দাবার সবচেয়ে শক্তিশালী গুটি হল কিং বা রাজা। এটি একমাত্র গুটি যেটি উপর-নিচ বরাবর কোনাকুনি সামনাসামনি ডানে বামে সমানভাবে যেতে পারে। যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো রানীকে চেকমেট বা শেহমাত থেকে বাঁচানো। 
শুধুমাত্র নিজের গুটি ওপর বাদ দিয়ে সকল দিকে এই রাজা চলাচল করতে সক্ষম। দাবা খেলার এ রাজাটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি গুটি।

দাবার গুটির পয়েন্ট

দাবা ও বিজ্ঞানের মিল সম্পর্কে বিস্তারিত জানার আগে চলুন আমি আপনাকে জানাই দাবার গুটির পয়েন্ট সম্পর্কে। দাবা খেলার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো দাবার গুটির পয়েন্ট। দাবার প্রতিটা গুটির একটি নিজস্ব পাওয়ার বা গতিবিধি রয়েছে।
  1. সৈন্যঃ দাবার পয়েন্ট হিসাবে সবচেয়ে কম হলো সৈন্যের পাওয়ার এবং পয়েন্ট। সৈন্যের পয়েন্ট ১। এটি শুধু মাত্র প্রথম চালেই সর্বোচ্চ দুই ঘর যেতে পারে বাকি সময় পরে এক ঘর করে। এটা সামনাসামনি আক্রমণ করতে পারে না এটা কোনাকুনি বা তীর্যক ভাবে আক্রমণ করে থাকে। তবে এর একটি বিশেষত্ব হলো প্রতিপক্ষের লাস্ট ঘর অবধি যাওয়ার পরে এটি প্রয়োজন অনুযায়ী রাজা হতে পারে।
  2. ঘোড়াঃ ঘোড়া দুই ঘর লম্ভালম্বি এবং এক ঘর আড়ায়াড়ি ভাবে লাফিয়ে চলে। যাকে আড়াই ঘর বলা হয়। দাবার সমস্ত গুটির মধ্যেই এটিই একমাত্র গুটি যে অন্য সকল গুটির উপর দিয়ে লাফিয়ে চলতে পারে। ঘোড়ার লাফ প্রতিপক্ষ একটু অসতর্ক হলেই তাকে বিপদগ্রস্ত করতে সক্ষম।এই গুটির পয়েন্ট হলো তিন।
  3. হাতিঃ হাতি শুধু মাত্র তীর্যক ভাবে এবং এটি শুধু মাত্র তার নির্দিষ্ট রঙের ঘরেই চলতে পারে। হাতি যেখানে কম গুটি থাকে সেখানে বেশি কার্যকর। দুইটি হাতি মাঝখানে থাকলে তা প্লেয়ারের জন্যে অনেক সুবিধা বয়ে আনে।
  4. রকঃ রক শুধু মাত্র সোজাসোজি চলতে পারে অর্থাৎ আড়া আড়ি বা লম্ভালম্বি ভাবে বোর্ডের শেষ ঘর অবধি যায়তে পারে। রক এর পয়েন্ট তিন।
  5. রাজাঃ দাবা খেলার আরেকটি গুরুত্বপূর্ণ গুটি হল রাজা। এই গুটি চারিদিকে সমানভাবে পরিচালিত করা যায়। এই গুটি নিজের ব্যতীত প্রতিপক্ষের সকল গুটিক অতিক্রম করতে সক্ষম। এই গুটির পয়েন্ট নয়।
  6. রাণীঃ দাবা খেলার আসল ও মূল উদ্দেশ্য এই রানী গুটি কে নিয়েই। এই গুটিকে কেন্দ্র করেই সম্পন্ন খেলাটি অনুষ্ঠিত হয়। এই গুটির উপর ভিত্তি করেই হার জিত নির্ধারণ করা হয়।

দাবা খেলার নিয়ম

দাবা খেলা দেখতে সহজ মনে হলেও খেলাটি অনেক জটিল ও কৌশল অবলম্বন করে খেলতে হয়। দাবা খেলাটি দুজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়। দাবা খেলায় ১৬ টি গুটি থাকে এক পক্ষের কাছে। দু'পক্ষ মিলিয়ে তা ৩২ টি। 

গুটি গুলো হলোঃ ৮টি সৈন্য, ২টি ঘোড়া, ২ টি নৌকা, ২টি হাতি, ১টি রানী, ১টি রাজা থাকে। আমি আপনাকে উপরে এদের ঘর এবং পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। দাবা খেলার লক্ষ্য হলো রাণীকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করা। 
দাবা খেলার নিয়ম

কিন্তু কোনো এক পক্ষের যদি এমন অবস্থা হয় যে রাণীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়েছে তবে সে পরাজিত হয়। চেক হলো রাণী কে কাবু করা; তখন রাণি শুধু বাঁচর জন্যে অন্য গুটির কাছে আশ্রয় নেই। আর চেকমেট হলো এমন পরিস্থিতি যেখানে রানীকে বাচানো সম্ভব নয়। 

এতক্ষণ আমি আপনাকে দাবা খেলার নিয়মাবলী সম্পর্কে জানালাম। আরেকটু পরেই আমি আপনাকে জানাবো দাবা ও বিজ্ঞানের মিল সম্পর্কে।

দাবা খেলা ড্র হয় কেন

দাবা খেলা ড্র হওয়ার কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে।তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো পুনরাবৃত্তি। একজন প্লেয়ার যদি একই গুটি তিনবার একই জায়গায় চাল প্রদান করে সেক্ষেত্রে সেই খেলাটি ড্র ঘোষণা করা হয়। 
আবার কোন কোন খেলায় পঞ্চাশটির বেশি চাল দিলে খেলাটি ড্র হয়ে যায়। আবার দুই খেলোয়াড়ের সম্মতি দেয় তাহলেও সেই খেলাটির ড্র হয়ে যায়। বিশেষ কিছু খেলায় সময় নির্ধারণ করে দেয়া হয় এই সময় অতিক্রম করে গেলে দাবা বোর্ড টি ড্র হয়ে যায়।

দাবা ও বিজ্ঞানের মিল

একটু আগে আমি আপনাকে জানিয়েছি দাবা খেলা ড্র হয় কেন সে সম্পর্কে।আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন দাবা ও বিজ্ঞানের মিল সম্পর্কে জানার জন্য।দাবা খেলায় বিজ্ঞানের মিল রয়েছে প্রতিটা ক্ষেত্রে। এখন তা নিয়ে আমি আপনাকে জানাবো।

দাবা ও বিজ্ঞানের মিল এর মধ্যে উল্লেখযোগ্য হল কৌশলগত চিন্তা ,একজন দাবা প্লেয়ার ও একজন বিজ্ঞানের এই কৌশল গত চিন্তা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। কৌশল অবলম্বন না করলে বিজ্ঞানীরা যেমন কোন কিছু আবিষ্কার করতে পারবেন না তেমনি একজন দাবা প্লেয়ার দাবা খেলায় জয়লাভ করতে পারবেন না। 
আরো একটি উল্লেখযোগ্য মিল হলো সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা। বিজ্ঞানীরা যেমন বিজ্ঞানের সমস্যাগুলো সিলেক্ট করার পরে তার সমাধান খুঁজে বের করেন তেমনিভাবে প্রতিপক্ষ চাল দেওয়ার পরে একজন প্লেয়ার কে খুঁজে বের করতে হয় তা কিভাবে সমাধান করবে বা কিভাবে নিজেকে আত্মরক্ষা করবে। এছাড়া আরো রয়েছে পরিকল্পনা ও ধৈর্য যা একজন দাবা খেলোয়াড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষ কথা

দাবা একটি অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিদীপ্ত গেম। আপনি যদি দাবা খেলা না শিখে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত এই খেলাটি শিখে ফেলা।আশা করি উপরের আর্টিকেলটিতে আমি আপনাকে দাবা ও বিজ্ঞানের মিল এবং দাবা খেলা ড্র হয় কেন সেই সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি। 
যদি আর্টিকেলটি পড়ে আপনি দাবা খেলার বিষয়ে বুঝতে পারেন তাহলে আপনার বন্ধুদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এবং এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url