প্রেমিকার মন জয় করবেন কিভাবে - প্রেমিকার প্রশংসা করবেন কিভাবে

আমাদের প্রত্যেকের লাইফে ই কখনো না কখনো প্রেম এসেছিল হয়তো বেশিরভাগই আমরা সেটা ধরে রাখতে পারিনি কারণ প্রেমিকার মন জয় করবেন কিভাবে সে সম্পর্কে অনেকেই তখন জানতাম না। কিন্তু প্রেমের মধ্যে প্রেমিকার প্রশংসা কিভাবে করবেন সেটি জানা থাকলে আপনার প্রেম হবে আরো অনেক মজবুত এবং টিকসই। আজকের এই আর্টিকেল কি আপনি মনোযোগ সহকারে পড়লে প্রেম মজবুত করার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।
প্রেমিকার মন জয় করবেন কিভাবে

সকল প্রেমিকাই চাই তার প্রেমিক তাকে অনেক স্পেশাল ফিল করাবে তবে বর্তমান যুগের প্রেমে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষয়ে একেবারেই উদাসীন। এ কারণেই এখনকার প্রেম খুব বেশি দিন স্থায়ী হয় না।

ভূমিকা

পৃথিবীর সকল প্রেমিকাই চায় যে তার প্রেমিক তাকে একটি সুন্দর ডাকনাম দিয়ে ডাকুক। এই ডাক নাম আপনার সম্পর্কের মেলবন্ধন বৃদ্ধি করবে। এই নামের কারণেও আপনি আপনার গার্লফ্রেন্ড এর কাছে হয়ে উঠতে পারেন তার স্বপ্নের রাজকুমার। প্রেম শুধু মাত্র একটি নামই নয় এটি এমন একটি অনুভূতি যাতে করে একে অপরকে বিশেষ ভাবে অনুভব করানো যায়। 

অনেক সময় সুন্দর ও ভালো নামে ডাকলে ভালোবাসা ও সম্পর্কের দৃঢ় হয় এবং আন্তরিকতা বাড়ে। বরাবরই মেয়েরা ছেলেদের থেকে প্রশংসা পেতে পছন্দ করে। সেটি যদি হয় তার পছন্দের কোন ডাকনাম তাহলে তো তারা আহ্লাদী হয়ে ওঠে। 

আপনি যদি জানতে চান প্রেমিকার মন জয় করবেন কিভাবে তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। এই আর্টিকেলটিতে আমি আপনাকে বিস্তারিত জানাবো প্রেমিকার মন জয় করবেন কিভাবে।

কিভাবে প্রেমিকার সাথে কথা বলবেন

একটি মেয়েকে প্রেমিকা বানাতে হলে আপনাকে তার সাথে প্রথমে ভালোভাবে কথা বলতে হবে। এমন ভাবে কথা বলতে হবে জেনো সে আপনাকে স্পেশাল ফিল করে। আপনার কাছে স্পেশাল ফিল করেন এমন ধরনের বা এমন ভাবে কথা বলবেন। 
মেয়েরা সব সময় প্রশংসা শুনতে ভালোবাসে। আপনি আপনার প্রেমিকার সাথে যখন কথা বলবেন তখন অবশ্যই তার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং তার মতামতকে সম্মান করবেন । আপনি যখন আপনার প্রেমিকার সাথে কথা বলবেন হাস্যরস ভাবে বা শ্রদ্ধাশীল ভাবে তখন আপনার প্রতি তার পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভালবাসার সম্পর্ক টি দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। 
কিভাবে প্রেমিকার সাথে কথা বলবেন

প্রেমিকা যখন আপনার সাথে কথা বলবে তখন আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। সাধারণত মেয়েরা চায় যে কেউ তার কথা শুনুক এবং তার মনের কথা ভালো হবে বুঝুক। যখন আপনি তার মনের কথা ভালোভাবে শুনবেন এবং তাকে বুঝবেন তখন দেখবেন আপনি আপনার প্রেমিকার আস্থার প্রতীক হয়ে উঠছেন। 

কথা বলার জন্য সঠিক সময় এবং সঠিক পরিবেশ নির্বাচন করুন যেখানে আপনি তার চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবেন। চোখে চোখ রেখে কথা বললে মেয়েরা নিজেকে স্পেশাল ফিল করে। এবং আপনি যখন কথা বলবেন কথার মাঝে কিছু মজার জোকস বা হাস্যরস যুক্ত করতে পারেন এতে করে আপনার প্রেমিক আপনার প্রতি আরো আকৃষ্ট বেশি হবে। 

সে যখন তার কোন দুশ্চিন্তার কথা বলবে তখন আপনি তাকে ভরসা ও নিরাপত্তা প্রদান করবেন এমন ভাবে কথা বলবেন যাতে করে সে আপনার উপর ভরসা পায় এবং সে আপনাকে বিশ্বাস করতে পারে। আশা করি আপনি প্রেমিকার সাথে কিভাবে কথা বলবেন এটি বুঝতে পেরেছেন আর একটু পরে আমি আপনাকে জানাবো প্রেমিকার মন জয় করবেন কিভাবে সে সম্পর্কে।

প্রেমিকার প্রশংসা করবেন কিভাবে

মেয়েরা তার পছন্দের মানুষের কাছ থেকে সব সময় প্রশংসা শুনতে পছন্দ করে। আপনার প্রেমিকা চাই যে আপনি সবসময় তার প্রশংসা করুন। এ প্রশংসা করারও কয়েকটি নিয়মাবলী রয়েছে চলুন আমি আপনাকে জানাই সেগুলো।
আপনি প্রথমে শুরু করতে পারেন আপনার গার্লফ্রেন্ডের বা প্রেমিকার চেহারার প্রশংসা নিয়ে। আপনি তাকে তার চেহারার উজ্জ্বলতা তার চোখের গভীরতা তার চোখের মায়া ইত্যাদি নিয়ে তার প্রশংসা করতে পারেন। আপনি তার চুলের প্রশংসা করতে পারেন বলতে পারেন, যে তোমার চুলগুলো অনেক বড়। তোমার চুলগুলো অনেক সুন্দর। 

তোমার চুল দেখলে যে কেউ পাগল হয়ে যাবে এবং তোমার চুলগুলো দেখলে মনে হয় যেন সোনা ঝরছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি তার হাসি নিয়ে সব সময় সুনাম করবেন এবং তাকে বলবেন যে তোমার হাসি দেখলে মনে হয় মুক্ত ঝরছে, তোমার হাসি যেন পদ্ম ফুলের মত সুন্দর এবং কার্ড গোলাপের মতো স্নিগ্ধ। 

আপনার প্রেমিকা যদি মেকআপ করে থাকে তাহলে তার মেকাপ করার গুণ সম্পর্কে তার প্রশংসা করবেন এবং সে যদি মেকআপ করে না থাকে তাহলে বলবেন তোমার সৌন্দর্য এতটাই প্রাকৃতিক যে যেকোনো মেকআপ তোমার কাছ থেকে হার মানতে বাধ্য। এর জন্যই তুমি সবসময় আমার কাছে মুগ্ধকর । 

তবে শুধু বাহ্যিক প্রশংসা করলেই হবে না অভ্যন্তরীণ বিষয়ে আপনাকে প্রশংসা করতে হবে যেমন তার তার মন সম্পর্কে প্রশংসা করবেন, তার আচরণ সম্পর্কে প্রশংসা করবেন, তার মানবিক গুণাবলী সম্পর্কে সুনাম করবেন। তার ঠোঁট , কপাল, চোখ ইত্যাদি নিয়ে সুনাম করতেই থাকবেন ।দেখবেন আপনি আপনার প্রেমিকার প্রিয় হয়ে উঠছেন। 

এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম কিভাবে আপনার গার্লফ্রেন্ডের বা প্রেমিকার প্রশংসা করবেন। একটু পরে আমি আপনাকে জানাবো প্রেমিকার মন জয় করবেন কিভাবে।

প্রেমিকার মন ভালো করার কথা

প্রেমিকা মন খারাপ করলে আপনি হয়তো ব্যাকুল হয়ে পড়েন। নিচের লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে প্রেমিকার মন ভালো করবেন। 
প্রেমিকার মন ভালো করতে হলে আপনাকে প্রথমে তার অনুভূতিগুলো বুঝতে হবে এবং সে কি চাচ্ছে তা বুঝতে হবে এবং অতঃপর ঠিক তার সকল গুণাবলী ও সৌন্দর্যের প্রশংসা করতে হবে। আপনি যদি পারেন তার জন্য সুন্দর সুন্দর কিছু গিফট বা তার পছন্দের কোন বই উপহার দিতে পারেন। 
প্রেমিকার মন ভালো করার কথা

আপনি তাকে সুন্দর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাবেন এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ভবিষ্যতে আপনারা কি কি করবেন ,কোথায় যাবেন, কিভাবে খাবেন , কিভাবে থাকবেন , একসাথে বসবাস করবেন এগুলা নিয়ে জানাবেন তাকে , তাহলে সে অবশ্যই খুশি হবে। 

আপনি আপনার প্রেমিকাকে কাব্যিক ও রোমান্টিক গল্প শোনাবেন , রোমান্টিক ভাবে কথা বলবেন। আপনি তাকে আন্তরিকভাবে সরি বলবেন এবং আপনি ভবিষ্যতে একই রকমের ভুল আর করবেন না এ বলে তাকে স্বীকৃতি দিবেন। 

তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলবেন তুমি আমার জীবনের সব তুমি ছাড়া আমার জীবনের হাসি, আনন্দ কোন কিছুই নেই। এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম প্রেমিকার মন ভালো করার কথা সম্পর্কে , একটু পরে আমি আপনাকে প্রেমিকার মন জয় করবেন কিভাবে? সে সম্পর্কে বিস্তারিত জানাবো।

কিভাবে প্রেমিকার যত্ন করবেন

একটি মেয়ে চায় যে, সে তার আপন মানুষের কাছ থেকে বা তার প্রেমিকের কাছ থেকে যত্ন পেতে। আপনার প্রেমিকার যত্ন করার উল্লেখযোগ্য উপায় হল আপনি আপনার প্রেমিকার অনুভূতি গুলো সম্পর্কে ধারণা করবেন এবং তা বুঝতে চেষ্টা করবেন। 
তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। তার ছোট ছোট জিনিস যেমন তার কোনটা ভালো লাগে কোনটা করতে ভালো লাগে কি খেতে ভালো লাগে এ সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি আপনার গার্লফ্রেন্ডের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তাকে ভরসা দিবেন এবং তাকে নিরাপত্তা প্রদানের স্বীকৃতি দেবেন। 

তার সাথে যোগাযোগের সংবেদনশীল হবেন। তার সারাটা দিন কিভাবে গেল সে কিভাবে সময় কাটালো এগুলো জানার চেষ্টা করবেন। তার ছোটখাটো সকল দিকগুলোর প্রশংসা করবেন। তার মতামতকে গুরুত্ব দেবেন এবং তাদের সুখের জন্য সর্বদা চেষ্টা করবেন। 

আপনার প্রেমিকার প্রয়োজনীয় তার ওপরে আপনি সংবেদনশীল হবেন এবং তার কি কি প্রয়োজন সেদিকে খেয়াল রাখবেন। প্রেমিকার যত্ন করবেব কিভাবে তা জানালাম। প্রেমিকার মন জয় করবেন কিভাবে? তা জানতে নিচের দিকে স্কুল করুন এবং পড়তে থাকুন মনোযোগ সহকারে।

প্রেমিকার মন জয় করবেন কিভাবে

আপনি যদি একজন সু-প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রেমিকার মন জয় করতে হবে। প্রেমিকার মন জয় করার অন্যতম একটি উপায় হল প্রেমিকাকে সুন্দর নামে ডাকা। প্রেমিকার মন জয় করবেন কিভাবে? সে সম্পর্কে এখন আমি আপনাকে বিস্তারিত জানাবো।

প্রেমিকার মন জয় করার অন্যতম কিছু উপায় এর মধ্যে একটি হলো, আপনি আপনার প্রেমিকার সাথে সততা ও আন্তরিকতা বজায় রাখবেন। তার প্রত্যেকটি ছোট কাজ ,তার ভালোলাগা মন্দ লাগা সব গুলো খেয়াল রাখবেন। 
বিশেষ করে মেয়েরা তাদের জন্মদিনে খুব বেশি এক্সসাইটেড থাকে। এই দিনটি কে কোন ভাবে ভুল করা যাবে না। এই দিনটিতে আপনি অনেক সুন্দর সুন্দর গিফট তাকে দিতে পারেন সারপ্রাইজ হিসেবে। আপনি মাঝেমধ্যেই আপনার প্রেমিকাকে ছোট ছোট সারপ্রাইজ দিতে পারেন ,সেটি হোক চকলেট কিংবা ফুল। 

কারণ মেয়েরা যেহেতু ফুল বা চকলেট গিফট পেতে অনেক বেশি ভালোবাসে সেক্ষেত্রে আপনি তাকে ফুল বা চকলেট গিফট করতে পারেন। তবে আপনার প্রেমিকার পছন্দ অনুযায়ী আপনি তা পরিবর্তন করতে পারেন। আপনি আপনার প্রেমিকার মুখের কথা শুনুন এবং তার মনের কথা বুঝুন এবং তাকে বিশ্বাস করুন এবং তাকে সম্মান করুন দেখবেন আপনাদের সম্পর্কটির স্থায়িত্ব বাড়বে।

প্রেমিকার প্রশংসা করে কি নাম রাখবেন

আপনি আপনার প্রেমিকার প্রশংসা করে অনেকগুলো নাম রাখতে পারেন , সেগুলো সম্পর্কে আমি আপনাকে জানাবো। সকল প্রেমিকায় চায় যে তার প্রেমিক তাকে সুন্দর একটি ডাক নাম দিয়ে ডাকুক এবং তাকে অনেক বেশি ভালোবাসুক। 
প্রেমিকার প্রশংসা করে কি নাম রাখবেন

যে নামটি শুধু আপনি ডাকবেন এবং আপনার কাছেই সে তাকে স্পেশাল ফিল করবে। আপনি আপনার প্রেমিকাকে সুভাষিনী, সুকেশেনী, সুহাসিনী, প্রিয়তমা, জান, সোনা, ময়না, পাখি, কলিজা, শুভ্রা, স্বপ্না, রূপসী, মধুবালা, জীবন সাথী, পুষ্পিতা, সাগরিকা, পিচ্চি, বাচ্চা, সোনামনা,রানী, প্রিয়, মিষ্টি, বেবি, রুপা, প্রজাপতি,পুকি, মনি ইত্যাদি ধরনের নাম দিতে পারেন। 
এছাড়াও তার অভ্যাস বাদ সে যেটা খেতে ভালোবাসে সেই রকম নাম দিতে পারেন যেমন, ফুচকা পাগলী, পাগলী, নায়িকা, ড্রিম গার্ল, নীল পরী, হুর, সুইট, কিউটের ডিব্বা, বেবি,হানি ইত্যাদি নামে আপনি আপনার প্রেমিকাকে ডাকতে পারেন।

শেষ কথা

এই আর্টিকেলটিতে আমি আপনাকে আপনার প্রেমিকার মন জয় করা থেকে শুরু করে আরো অনেক কিছুই জানিয়েছি । আপনি যদি একজন প্রেমিক হয়ে থাকেন তাহলে আশা করছি আপনার পার্সোনাল লাইফে অনেক কাজে লাগবে। 

আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার বয়ফ্রেন্ড কে আর্টিকেলটি শেয়ার করে বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দিন। এবং এরকম প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url