ব্যাডমিন্টন খেলার অতি প্রয়োজনীয় নিয়ম সম্পর্কে জানুন

ব্যাডমিন্টন সব সময় খেলা গেলেও বাংলাদেশে ব্যাডমিন্টন খেলার প্রবণতা শীতের সময় বেশি দেখা যায়। গ্রাম কিংবা শহর সব জায়গাতেই একটু পরপর ব্যাডমিন্টন খেলার কোর্ট দেখা যায়। তবে দুঃখজনক হলেও সত্যি আমরা অনেকেই ব্যাডমিন্টন কোর্টের মাপ সম্পর্কে সঠিক জানিনা। আবার অনেকেই ব্যাডমিন্টন খেলার নিয়ম সম্পর্কেও জানিনা। আজকের এই আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়লে এসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ব্যাডমিন্টন কোর্টের মাপ

ব্যাডমিন্টন মূলত ইনডোর গেম। বাংলাদেশে ব্যাডমিন্টন খেলার তেমন কোন টুর্নামেন্ট না থাকলেও অন্যান্য দেশে প্রায় সবসময়ই ব্যাডমিন্টন খেলার প্রচলন রয়েছে। এর কারণ হতে পারে বাংলাদেশে অন্যান্য খেলার মত ব্যাডমিন্টন খেলা অতটা জনপ্রিয় নয়।

ভুমিকা

ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। যা এখন বিশ্বব্যাপী অনেক মানুষের মধ্যে এবং অনেক দেশের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। এটি এমন একটি খেলা যেটি ইনডোর এবং আউটডোর উভয় রূপে ব্যবহার করা হয়। এই খেলাটি ওয়ান বাই ওয়ান অথবা ২/২ হিসেবে খেলা যায়। 

এ খেলাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অলিম্পিকে যুক্ত হওয়ার পর থেকে। বর্তমানে শীতকাল চলছে বাংলাদেশ এবং শীতকালে এই ব্যাডমিন্টন খেলাটি বেশি হয়ে থাকে। তাই আপনি হয়তো জানতে চাচ্ছেন ব্যাডমিন্টন খেলার নিয়ম সম্পর্কে। 

এ আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো ব্যাডমিন্টন খেলার ইতিহাস থেকে শুরু করে ব্যাডমিন্টন খেলার নিয়ম এবং ব্যাডমিন্টন কোর্টের মাপ সম্পর্কে বিস্তারিত।

ব্যাডমিন্টন খেলার ইতিহাস

ব্যাডমিন্টন খেলার নিয়মাবলী সম্পর্কে জানার আগে তুলুন আমি আপনাকে জানাই ইতিহাস সম্পর্কে বিস্তারিত। ব্যাডমিন্টন একটি অনেক প্রাচীন একটি খেলা যেটি সর্বপ্রথম ভারতের পুনেতে শুরু হয়েছিল এবং এটি ব্যাটল ডোর বা সালোক নামে পরিচিত ছিল। 


এ ব্যাটেল ডোর বা সালোক কক কে ব্যাডমিন্টন খেলার পূর্বসূরী হিসেবে ধরা হয়ে থাকে। ১৮৭০ খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন ইন্ডিয়া শাসন করে তখন ইন্ডিয়াতে থাকা অবস্থায় তারা এই পুনে খেলতে শুরু করে। ১৮৭৩ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটি শহরে এই খেলাটি ব্যাডমিন্টন নামে শুরু হয় এবং খেলাটি তখন থেকেই পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। 

ব্যাডমিন্টন খেলাটির উৎপত্তি ইংল্যান্ডে ধরা হয়। এরে জের ধরে ১৮৯৯ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার ইতিহাসে সর্বপ্রথম প্রতিযোগিতা ছিল। এর পরবর্তী সময়ে এর নিয়ম কানুন সম্পর্কে ধারণা লাভ করতে থাকে এবং ১৯৩৪ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন চালু হয়। 

যা পরবর্তীতে ২০০৬ সালে বি ডব্লিউ এফ অর্থাৎ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নামে পরিচিত লাভ করে এবং বর্তমানে এটিই বলবত রয়েছে। এই সংস্থায় সারা বিশ্বব্যাপী ব্যাডমিন্টনের নিয়ম কানুন প্রবর্তন করে থাকে এবং এই সংস্থার উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়ে থাকে।

ব্যাডমিন্টন সর্বপ্রথম অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় 1992 সালের বার্সেলোনাতে যে অলিম্পিক অনুষ্ঠিত হয় তার মাধ্যমে। এটি একই সময়ে একক এবং দ্বৈত ভাবে অনুষ্ঠিত হয় যা ওই খেলাটিকে দ্রুত জনপ্রিয়তা লাভ করতে সাহায্য করে। 
ব্যাডমিন্টন খেলার ইতিহাস

পৃথিবীর অনেক দেশে খেলাটি বহুল প্রচলিত তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশগুলোতে জনপ্রিয়তা লাভ করেছে তার তারা হলো চীন দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া ডেনমার্ক মালয়েশিয়া ইত্যাদি। তবে বর্তমানে ব্যাডমিন্টন খেলার একটি জনপ্রিয় খেলা। 


এই খেলাটি শুধুমাত্র শারীরিক দক্ষতায় বৃদ্ধি করে না বরং একটি মানুষের ফোকাস কে নিয়ন্ত্রণ করে। এই ইতিহাস ধরে ব্যাডমিন্টন শুরু থেকে এখন অব্দি পৃথিবীর বুকে টিকে রয়েছে। এতক্ষণ আমি আপনাকে ব্যাডমিন্টন খেলার ইতিহাস সম্পর্কে জানাচ্ছিলাম এর পরের অংশে আমি আপনাকে জানাবো। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা এবং কেন।

ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা

ব্যাডমিন্টন খেলাটি যেহেতু অনেক জনপ্রিয় খেলা ইউরোপের কান্ট্রি গুলোতে বেশি খেলা হয়ে থাকে। তবে বর্তমানে এশিয়াতেও এই খেলাটির জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এখন আমি আপনাকে জানাবো ব্যাডমিন্টন কোন দেশে জাতীয় খেলা। 

ব্যাডমিন্টন দুইটি দেশের জাতীয় খেলা হিসেবে বিবেচিত হয় তাদের মধ্যে একটি হলো ইন্দোনেশিয়া এবং অপর একটি হলো মালয়েশিয়া। এই দুটি দেশী বর্তমানে অত্যন্ত সফল এবং এখানকার খেলোয়াড়ের আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। 


তবে বর্তমানে এটি দক্ষিণ পূর্ব এশিয়াতেও অনেক বেশি পোষা লাভ করছে যেমন পাকিস্তান ও ইন্ডিয়াতে বর্তমানে ব্যাডমিন্টন খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি যারা ইতিমধ্যে অলিম্পিক সহ বিভিন্ন বড় ধরনের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 

এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা। এরপরে আমি আপনাকে জানাবো ব্যাডমিন্টন কোর্টের মাপ।

ব্যাডমিন্টন কোর্টের মাপ

আপনি হয়তো জানতে চাচ্ছেন ব্যাডমিন্টন কোর্টের মাপ। তাহলে আপনি অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। ব্যাডমিন্টন কোর্টের মাপের আন্তর্জাতিক নিয়ম সম্পর্কে আমি এখন আপনাকে জানাবো -

কোর্টে সাধারণ মাপ
  • সাধারণত কোর্টের মাপের দৈর্ঘ্য হয় ৪৪ ফুট বা ১৩.৪ মিটার। 
  • প্রস্থ,একক কোর্টের ক্ষেত্রে এটি হয় ১৭ ফুট এবং এটি দ্বৈত কোর্টের ক্ষেত্রে হয় 20 ফুট। 
  • কোর্টের মধ্যে একটি সেন্টাল লাইন থাকে যেটি কোর্টের মাছ বরাবর দুইটি প্লেয়ার কে ভাগ করার জন্য দাগ হিসেবে দেওয়া হয়। এটি বিশেষ করে দ্বৈত খেলায় সার্ভিস এবং সার্ফ করার জন্য বিশেষ চিহ্ন মাত্র। কোর্টের প্রস্থ বরাবর যে দুইটি লাইন থাকে সেই ভিডিওটি লাইন কে বলা হয় সার্ভিস লাইন। 
  • সিঙ্গেলে এই লাইনটা সাধারণত ৬.৫ ফুট হয় এবং এটি দ্বৈত বা ডাবলের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটি সাত ফুট দূরত্বে অবস্থিত থাকে।

একক কোর্টের বৈশিষ্ট্য হলোঃ
  • দৈর্ঘ্য: ১৩.৪ মিটার বা ৪৪ ফুট
  • প্রস্থ: ৫.১৮ মিটার বা ১৭ ফুট
  • সার্ভিস লাইন থেকে কোর্টের প্রান্ত পর্যন্ত দূরত্ব ৬.৭ মিটার বা ২১.৯ ফুট
  • দ্বৈত কোর্টের বৈশিষ্ট্য হলোঃ
  • দৈর্ঘ্য: ১৩.৪ মিটার বা ৪৪ ফুট
  • প্রস্থ: ৬.১০ মিটার বা ২০ ফুট
  • সার্ভিস অঞ্চল: ৩.৭ মিটার বা ১২ ফুট প্রস্থে থাকে, যা একক কোর্টের তুলনায় কিছুটা বড় হয়ে থাকে।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ব্যাডমিন্টন কোর্টের মাপ। এখন আমি আপনাকে জানাবো ব্যাডমিন্টন খেলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।

ব্যাডমিন্টন খেলার নিয়ম

ব্যাডমিন্টন খেলার কিছু আন্তর্জাতিক নিয়মাবলী রয়েছে। এখন আমি সেই ব্যাডমিন্টন খেলার নিয়ম সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য জানাবো।


প্রথমত আমরা আসি ব্যাডমিন্টন খেলার ধরন নিয়ে - ব্যাডমিন্টন খেলার টি হয় সাধারণত দুই ধরনের। প্রথম ধরনটি হয় সিঙ্গেল এবং দ্বিতীয় ধরনটি হয় ডাবল। সিঙ্গেল এ প্রতিটি দলে একটি করে প্লেয়ার থাকবে এবং ডাবল এ প্রতিটি দলে দুইটি করে প্লেয়ার থাকে। 

আসি পয়েন্ট ব্যবস্থা নিয়ে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচ সাধারণত হয় ২১ পয়েন্টের। একটি মেহের সাধারণত ১০ এটা খেলা হয় এবং যে দল দুটি সেটে জয়লাভ করে সে দল জয়ী হিসেবে গণ্য হয়। যদি খেলার স্কোর ২০২০ বা লেভেল হয় তখন খেলাটি পুনরায় খেলতে দেওয়া হয় এবং যে দল তখন সেই পয়েন্ট থেকে ২ পয়েন্ট বেশি থাকে অর্থাৎ 22/ 20 যখন হয় তখন বেঁচে থাকা দলটি জয় লাভ করে।
ব্যাডমিন্টন খেলার নিয়ম

ব্যাডমিন্টন খেলার নিয়ম গুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হল সার্ভিস করার নিয়ম, হয়তো আপনি ভুল করে থাকেন নিয়ম না জানায়। চলুন আমি আপনাকে সঠিক নিয়মটি জানাই ।সার্ভিস করার সময় আপনার বলটি বা ফেদারটি থাকবে কোমরের নিচে এবং আপনার রাকেটের মাথা থাকবে নিচের দিকে।

সার্ভিসটি অবশ্যই তিনজন ভাবে করা হবে এই পাশের সার্ভিস থেকে অন্যপাশের কোনাকুনি বরাবর সার্ভিস করতে হবে। তবে সিঙ্গেলস বা ডাবল সে খেলার জন্য সার্ভিসের এলাকার পার্থক্য রয়েছে। একটি দল পয়েন্টে জয়ী হলে সারভিং দলের খেলোয়াড় সার্ভিস চালিয়ে যাবে। 


এবং সেই দলটি যদি পয়েন্ট হারায় অথবা পয়েন্ট অর্জন করতে না পারে তবে তার বিপক্ষ দল সার্ভিসে সুযোগ পাবে।প্রথম সেটে টস অনুযায়ী কোট সিলেক্ট হয় কে কোন কোর্ট নিবে। অতঃপর প্রথম সেটের পরে দ্বিতীয় সেটে আবার কোট চেঞ্জ হয়। 

এবার আসি পয়েন্টের কিছু নিয়মে,পয়েন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রতিপক্ষ আর ওই পাশে চার্জ করে বলটি চালাতে হবে। অথবা প্রতিপক্ষ যদি আপনাকে চার্জ করতে গিয়ে বলটি জোরে মেরে আপনার কোর্টের বাইরে ফেলে দেয় তবে সেটি আউট হবে এবং আপনি সেই পয়েন্টে অর্জন করবেন।

পয়েন্টের আরো একটি নিয়ম হচ্ছে প্রতিপক্ষ যদি ব্যাটে ডবল টাচ করে তাহলে সে পয়েন্টটি আপনি পাবেন। অথবা প্রতিপক্ষ যদি জালেরই পাশে বল না পার করতে পারে অর্থাৎ জালে পেতে যদি বলটি আটকে যায় তাহলে আপনি পয়েন্ট পাবেন। বল র‌্যাকেটের উপর স্থির অবস্থায় নিলে ফাউল হবে ।


দুইবার বল মারলে ফাউল হিসেবে গণ্য হবে। যদি বল কোর্টের বাইরে যায়, তবে এটি একটি ভুল বলে বিবেচিত হয় এবং প্রতিপক্ষ দল পয়েন্ট পেয়ে যাবে। এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ব্যাডমিন্টন খেলার নিয়ম সম্পর্কে এখন আমি আপনাকে জানাবো ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত।

ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত

আর্টিকেলের এই অংশে চলুন আমি আপনাকে জানাই ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত-ব্যাডমিন্টন খেলার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নেটের উচ্চতা হয় প্রান্তের দিকে ১.৫৫ মিটার বা ৫ ফুট এক ইঞ্চি এবং মাঝখানের উচ্চতা হয় ১.৫২ মিটার অর্থাৎ ৫ ফুট। টি কোর্টের মাঝ বরাবর স্থাপন করা হয় এবং এটি এমন ভাবে স্থাপন করা হয় যাতে এটি ঢেউকে না খেলে এবং একদম টানটান হয়ে থাকে।

শেষ কথা

এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানালাম ব্যাডমিন্টন খেলার ইতিহাস থেকে ব্যাডমিন্টন খেলার নিয়ম এবং ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত তা সম্পর্কে বিস্তারিত। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনার মনের ভিতরের সকল প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। এরকম অজানা বিষয় সম্পর্কে জানতে নিয়মিত ওয়েবসাইট টি ভিজিট করুন । ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url